শিরোনাম :
৩০ তরুণ সংগঠকের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০
দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া তরুণদের ৩০টি সংগঠনকে এ বছর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হল।
১৭ নভেম্বর রাত ৮টায় ইয়াং বাংলা আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এই ৩০ সংগঠনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। এ সময় তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রতিষ্ঠাকালীন মূলনীতি ধর্ম নিরপেক্ষতা থেকে আমরা কিছুতেই সরে আসতে পারিনা। আমরা যে ধর্মেরই হইনা কেন, আমরা সবাই বাঙ্গালী।
বিজয়ীদের নাম ঘোষণার পর সজীব ওয়াজেদ জয় যুব সংগঠনগুলোকে নিয়ে বলেন, “আমাদের মতে, আউটস্ট্যান্ডিং সংগঠন। দেশের মানুষকে, দেশকে ও সাধারণ মানুষকে সেবা করার কাজে তারা পরিশ্রম করে যাচ্ছে। প্রত্যেকবার এ সংগঠনগুলোর কার্যক্রম দেখে আমি নিজেই অনুপ্রাণিত হই।
“দেশের মানুষের জন্য …যারা কষ্টে আছে, যারা দরিদ্র শিশু, ডিজ্যাবল তাদেরকে যে সেবা করে যাচ্ছে- তাদের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা।”
সজীব ওয়াজেদ আরো বলেন, প্রতিবার আপনাদের দেখে আমি অনুপ্রাণিত হই। আমাদের দেশে নালিশ করার একটা সংস্কৃতি রয়েছে। কিন্তু এই তরুণদের দেখুন, তারা নালিশ না করে নিজ সমাজের সমস্যা সমাধানে নিজ মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছে। অন্যের দিকে তাকিয়ে না থেকে নিজে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরআই-এর ট্রাস্টি নসরুল হামিদ বিপু। ভার্চুয়াল এই অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও ল্যাপটপ পৌঁছে দেওয়া হবে। এ ছাড়াও শীর্ষ মনোনয়ন পাওয়া সকল তরুণ সংগঠন পাবে সার্টিফিকেট।
প্রায় তিন লাখ সদস্য, ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা ‘ইয়াং বাংলা’র লক্ষ্য- ‘ভিশন-২০২১’ এ দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করা এবং তাদের নতুন ধারণা ও উদ্ভাবনকে বিশ্বে তুলে ধরা।
চা জনগোষ্ঠীর খ্রিষ্টান যুবক-যুবতীদের পরিচালিত মৌলভীবাজারের উত্তরণ যুব সংগঠন পুরস্কৃত হয়েছে। সংগঠনের একজন পিউস নানোয়ার পুরস্কার পাওয়ার পর নিজের ফেসবুকে বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, উদ্বেলিত। এই উচ্ছান আমরা ছড়িয়ে দিতে চাই বাংলার প্রত্যেক জন তরুণের হৃদয়ে।’