ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটে সুইট ডিসেম্বর উদযাপন

ঢাকা ক্রেডিটে সুইট ডিসেম্বর উদযাপন

0
485

ডিসিনিউজ ।। ঢাকা

প্রার্থনা, বড় দিনের কির্তন গান গাওয়া ও কেক কাটার মধ্য দিয়ে ঢাকা ক্রেডিটে পালন করা হলো সুইট ডিসেম্বর। এতে ঢাকা ক্রেডিটের সকল কর্মী ও কয়েকজন কর্মকর্তা অংশ নেন।

১ ডিসেম্বর ঢাকা ক্রেডিটের কর্মীদের আয়োজনে এক যোগে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ নদ্দা, মিরপুর, মনিপুরীপাড়া, সাধনপাড়া, পাগার, নাগরী, তুমিলিয়া, হাসনাবাদ ও লক্ষ্মীবাজার সেবাকেন্দ্রে সুইট ডিসেম্বর উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লি:-এর চেয়ারম্যান নির্মল রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও পরামর্শক শীরেন সিলভেষ্টার গমেজ। অসুস্থ থাকায় অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও।

প্রধান অতিথি নির্মল রোজারিও বলেন, ‘জীবনের জন্য উদযাপন প্রয়োজন আছে। উদযাপন জীবনকে অনুপ্রাণিত করে। টিমওয়ার্ককে এই ধরনের উদযাপন শক্তিশালী করে। টিমওয়ার্ক ভালো হলে প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে চলে। প্রতিষ্ঠান এগিয়ে গেলে সমাজ ও পরিবারের জন্য মঙ্গল হয়। আমি আশা করি ভবিষ্যতে সব ক্রেডিট ইউনিয়ন সুইট ডিসেম্ব পালন করবে।’

ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস বলেন, সুইট ডিসেম্বর ধন্যবাদ জ্ঞাপনের একটা সুযোগ করে দেয়। তিনি বলেন, ‘ঈশ^র আমাদেরকে বিগত একটা বছর অনেক আশীর্বাদিত করেছেন। এই সময় আমরা একটা কমিটমেন্ট করতে পারি যে আমাদের কোনো বদ অভ্যাস পরিহার করবো, তাহলে এই সুইট ডিসেম্বর উদযাপন সার্থক হবে।’

ঢাকা ক্রেডিটের সিইও বলেন, ‘সুইট ডিসেম্বর আমাদের জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং প্রস্তুতির সময়। এই সময় আমরা আমাদের জীবনের প্রাপ্তিগুলোর জন্য ধন্যবাদ দেই। সেই সাথে আগামী দিনগুলোর জন্য নিজেদের প্রস্তুত করতে পারি।’

অনুষ্ঠান উপস্থাপনা করেন ঢাকা ক্রেডিটের এডমিন এন্ড এইচআরডি’র ম্যানেজার ডিউক সাব্যসাচী মজুমদার ও ফিন্যান্স অফিসার চম্পা মনিকা গমেজ।

ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়, মনিপুরীপাড়া সেবাকেন্দ্রসহ সকল সেবাকেন্দ্রে সুইট ডিসেম্বর একযোগে পালন করা হয়। মনিপুরীপাড়া সেবাকেন্দ্রে ঢাকা ক্রেডিটের সিও সুইটি সিসিলিয়া ফিউরীফিকেশনের নেতৃত্বে উৎসবটি অনুষ্ঠিত হয়। এ ছাড়াও অন্যান্য সেবাকেন্দ্রগুলোতে ম্যানেজা ও ইনচার্জদের নেতৃত্বে এই উৎসব পালন করা হয়।