ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট প্রতিনিধির মাধ্যমে সমবায়ের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা বাতিল

প্রতিনিধির মাধ্যমে সমবায়ের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা বাতিল

0
1885

ডিসিনিউজ ।। ঢাকা
সমবায় সমিতি বিধিমালা ২০০৪-এর ২১ বিধি পরিবর্তনপূর্বক প্রতিস্থাপিত হয়েছে। এই বিষয়ে ১ ডিসেম্বর (২০২০) গেজেট প্রকাশিত হয়েছে। ফলে সমবায় সমিতিগুলোতে প্রতিনিধির মাধ্যমে নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা করার ব্যবস্থা বাতিল হচ্ছে।
প্রকাশিত গেজেটে উল্লেখ আছে, ‘বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন (১) সমিতির সদস্য সংখ্যা যাহাই হউক না কেন, ভোটের ক্ষেত্রে বিদ্যমান সদস্যদের উপস্থিতিতে ১ (এক) সদস্য ১ (এক) ভোট নীতিতে সরাসরি ভোটের মাধ্যমে, বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হইবে।…’
এই গেজেটকে স্বাগত জানিয়েছে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। তিনি ডিসিনিউজকে বলেন, ‘আমাদের দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়েছে। সকল সদস্যকে নিয়ে বার্ষিক সাধারণ সভা করা আমাদের প্রাণের চাওয়া ছিল। প্রতিনিধি প্রথা বাতিল হওয়াতে আমাদের সেই সুযোগ এসেছে।’
প্রসঙ্গত, ২০১৭ খ্রিষ্টাব্দে সুজন ডেনিস কোড়াইয়া গং প্রতিনিধির মাধ্যমে ঢাকা ক্রেডিটের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা কর্রা জন্য মামলা করেন। তার প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের এ্যাপিলেট ডিভিশনের রায়ের ভিত্তিতে ঢাকা ক্রেডিট প্রতিনিধির মাধ্যমে নির্বাচন ও বার্ষিক সাধারণ সভার আয়োজন করে আসছিলো।
আগামী ৪ ডিসেম্বর গাজীপুর জেলার মঠবাড়ীতে কালবের রিসোর্ট এন্ড কনভেনশন হলে ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে সেই বার্ষিক সাধারণ সভা স্থগিত ঘোষণা করা হয়েছে।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আমরা পরবর্তীতে ঢাকা ক্রেডিটের সকল সদস্যের অংশগ্রহণে যে বার্ষিক সাধারণ সভার আয়োজন করবো তার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিব।’