শিরোনাম :
বাড়ী নির্মাণ ও ফ্ল্যাট ক্রয় ঋণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা”-এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, গত ২৮ নভেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দ সমিতির অনুষ্ঠিত ১১তম বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক জমি/ফ্ল্যাট মর্টগেজ দিয়ে বাড়ীনির্মাণ ও ফ্ল্যাট ক্রয় ঋণের ক্ষেত্রে নির্মাণ কাজ চলাকালীন সময়ে আবেদনকারীর প্রয়োজন হলে আবেদনের মাধ্যমে গৃহীত ঋণের কিস্তি না দিয়ে শুধু সুদ প্রদান করতে পারবেন। এক্ষেত্রে বাড়ী নির্মাণ করার ক্ষেত্রে নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত অথবা সবোর্চ্চ ১৮ মাস এই সময়ের মধ্যে যেটি কম সেই সময় পর্যন্ত এবং ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাস এই সুযোগ নিতে পারবেন যা ১ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর হবে।
উল্লিখিত বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।