শিরোনাম :
ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের অঙ্গপ্রতিষ্ঠান ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত হয় গাজীপুরের মঠবাড়ীতে ঢাকা ক্রেডিটের রিসোর্ট এন্ড ট্রেইনিং সেন্টারে।
১২ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত এই সভাটি অনুষ্ঠিত হলো ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নিবন্ধন লাভ করার এক সপ্তাহের মধ্যে। ৭ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মস থেকে সহকারী রেজিস্টার এই নিবন্ধন প্রদান করেন। দেশের ক্রেডিট ইউনিয়নের অগ্রপথিক ফাদার চার্লজ জে. ইয়াংকে চিরস্মরণীয় করে রাখতে, তাঁর আদর্শকে প্রচার করতে ও সমাজ উন্নয়নের জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর পাপিয়া রিবেরূ, ফাইন্ডশনের সদস্য ঢাকা ত্রেডিটের একাউন্টস, ফিন্যান্স ও সাপ্লাই চেইন বিভাগের পরামর্শক শীরেন সিলভেষ্টার গমেজ ও সিইও লিটন টমাস রোজারিও।
সভায় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা আনন্দের সাথে জানান যে ফাউন্ডেশন সরকারের জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মস নিবন্ধন লাভ করেছে। এখন থেকে ফাউন্ডেশনের কার্যক্রম সক্রিয়ভাবে করা হবে।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ দেন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।
ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনে রয়েছে সাত সদস্যবিশিষ্ট একটি বোর্ড। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারসহ মোট সাত জন এই বোর্ডের সদস্য।
বেশ কিছুদিন ধরে এই সংগঠনটি তৈরি করার জন্য কাজ করে যাচ্ছিলো ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা পরিষদ। যেসব কল্যাণমুলক কাজ ক্রেডিট ইউনিয়নের মধ্য দিয়ে করা সম্ভব না, এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে সেগুলো করা হবে।
অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনের কার্যক্রম হচ্ছে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সমবায়ের ওপর বিশেষ গবেষণা কাজে উদ্যোগীদের উৎসাহিত করা, কারিগরি শিক্ষা তহবিল প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক কাজে সহযোগিতা, সমবায়ে বিশেষ অবদানের জন্য উৎসাহিত করা ও নানা সমাজহিতৈষী কাজে নানাভাবে অবদান রাখা।
ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনে পাঁচ হাজার টাকা দিয়ে সদস্য সদস্য পদ গ্রহণ এবং এক লক্ষ টাকা দিয়ে আজীবন সদস্য হওয়া যায়।
প্রসঙ্গত, ২০১৯ খ্রিষ্টাব্দের ১৪ নভেম্বর ফাদার চার্লস জে. ইয়াং-এর মৃত্যুবার্ষিকীতে তৎকালীন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের নেতেৃত্বে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন-এর যাত্রা শুরু করে। সেই অনুষ্ঠানে নটর ডেম বিশ^বিদ্যালয়, বাংলাদেশের উন্নয়ন পরিচালক ফাদার ফ্রাঙ্ক কুইনলিভান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বর্তমান বোর্ডের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নিবিড় তত্বাবধানে ফাউন্ডেশনটি ৭ ডিসেম্বর নিবন্ধন লাভ করেছে।