শিরোনাম :
উচ্চ শিক্ষা সাপোর্ট ঋণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা”-এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, গত ২৮ নভেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দে সমিতির অনুষ্ঠিত ১১তম বোর্ড সভায় উচ্চ শিক্ষা সাপোর্ট ঋণ সংক্রান্ত নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহিত হয়েছে যা ১ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর।
১. শিক্ষার্থী নিজে ঢাকা ক্রেডিটের সদস্য না হলেও দেশের অভ্যন্তরে পড়াশুনার প্রয়োজনে পিতা/মাতা তাদের ছেলে বা মেয়ে যেকোন একজনের পড়াশুনার জন্য উচ্চ শিক্ষা সাপোর্ট ঋণ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে সাধারণ ঋণ থাকা অবস্থায়ও এ ঋণ গ্রহণের সুযোগ পাবেন এবং ঋণের টাকা শিক্ষা প্রতিষ্ঠানের নামে চেকের মাধ্যমে সেমিস্টার অনুসারে প্রদান করা হবে।
২. চাকুরীর পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সাধারণ ঋণ থাকা অবস্থায়ও উচ্চ শিক্ষা সাপোর্ট ঋণের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ঋণ গ্রহণের পরের মাস থেকে সুদ দিতে হবে এবং পড়াশুনা শেষ হওয়ার পরের মাস থেকে ঋণের কিস্তি দিতে হবে।
৩. বিবাহিত/বিবাহিতা শিক্ষার্থীরাও উচ্চ শিক্ষা সাপোর্ট ঋণের আবেদন করতে পারবেন।
৪. পেশা প্রশিক্ষণের জন্য ১ লক্ষ টাকার উর্ধ্বে ঋণের প্রয়োজন হলে তারাও উচ্চ শিক্ষা সাপোর্ট ঋণের আওতায়
ঋণ গ্রহণ করতে পারবেন।
৫. উচ্চ শিক্ষা সাপোর্ট ঋণ সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে। তবে বাংলাদেশের মধ্যে ডাক্তারী পেশায় অধ্যয়নের জন্য সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত উচ্চ শিক্ষা সাপোর্ট ঋণ প্রদান করা যাবে।
৬. উচ্চ মাধ্যমিক বা তদোর্ধ পর্যায়ে পড়াশুনার জন্য উচ্চ শিক্ষা সাপোট ঋণ প্রদান করা হবে।
উল্লিখিত বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।