ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের কর্মী মিতালী রোজারিওর বাবা বানার্ড রোজারিও আর নেই

ঢাকা ক্রেডিটের কর্মী মিতালী রোজারিওর বাবা বানার্ড রোজারিও আর নেই

0
710

ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের কর্মী লোন ইনভেস্টিগেশন এন্ড রিকোভারি বিভাগের সিনিয়র অফিসার মিসেস মিতালী গ্লোরিয়া রোজারিওর বাবা বানার্ড রোজারিও আর নেই
১৭ ডিসেম্বর বিকাল ৪:৩০ মিনিটে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে অসুস্থ থাকাবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি ক্যান্সারে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
গাজীপুরের কালীগঞ্জের তুমিলিয়া ধর্মপল্লীর পূর্ব ভাদার্তি গ্রামের অধিবাসী বানার্ড রোজারিও মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী প্রীতি রোজারিও, মেয়ে মিতালি রোজারিও ও ছেলে সনি মার্টিন রোজারিওসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।
তাঁর মৃত্যুতে গীভর শোক প্রকাশ ও তাঁর আত্মার চির শান্তি কামনা করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।