শিরোনাম :
সমবায় অধিদপ্তরে ঢাকা ক্রেডিটের খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা বিনিময়
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে সমবায় অধিদপ্তরে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
৪ জানুয়ারি সকাল ১১টায় ঢাকার আগারগাঁওয়ের সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে এক প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময় করতে যান। এ সময় সাথে ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও। সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের নেতৃত্ব দেন ঢাকা জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মো. জহিরুল হক। অনুষ্ঠানে ঢাকা শহরের সকল মেট্রোপলিটান থানা সমবায় কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা সবাইকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিগত বছরের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে কর্মকর্তা জহিরুল হক ঢাকা ক্রেডিটের সমবায় অঙ্গনে অবদানের জন্য ধন্যবাদ ও সকল সদস্য এবং কর্মকর্তাদের খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান।
এ সময় সকলের অংশগ্রহণে কেক কেটে খ্রিষ্টীয় নতুন বছর ২০২১ খ্রিষ্টাব্দ বরণ করার আনন্দ সহভাগিতা করা হয়।