ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক নাইজেরিয়ায় ক্যাথলিক যাজক নিহত

নাইজেরিয়ায় ক্যাথলিক যাজক নিহত

0
638

নিউজ ডেক্স ।। ডিসিনিউজ

নাইজেরিয়ায় ক্যাথলিক যাজক জন জিবাকান নিহত হয়েছেন। (খবর: ফদেস)

তিনি দেশটির মিনা ধর্মপ্রদেশের গুল শহরের সেন্ট আন্তনী ধর্মপল্লীর পাল-পুরোহিত। ১৪ জানুয়ারি তিনি মাকে দেখতে অন্য একজন যাজক এবং তাঁর ভাই গিয়েছিলেন মাকুর্দি প্রদেশে। ১৫ জানুয়ারি ফাদার জন ও তাঁর ভাই অপহরণের শিকার হন। তাঁদের মুক্তির জন্য মুক্তিপণও চায় অপহরণকারীরা। কিন্তু একদিনের মধ্যে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হন তিনি। তাঁর ভাই এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নাইজেরিয়া খ্রিষ্টান এসোসিয়েশন। তাঁরা দাবি করেছে এই ধরনের অপহরণের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এবং তারা এই ঘটনার বিচার চেয়েছে।