ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ইস্টারের পরে অনুষ্ঠিত হবে পানজোড়ার সাধু আন্তনীর পর্ব (ভিডিয়ো)

ইস্টারের পরে অনুষ্ঠিত হবে পানজোড়ার সাধু আন্তনীর পর্ব (ভিডিয়ো)

0
2507

ডিসিনিউজ ॥ নাগরী
ইউরোপের পাদুয়ার সাধু আন্তনী বাংলাদেশে খ্রিষ্টভক্তদের নিকট কত পূজনীয় ও জনপ্রিয় তা এই সাধুর পর্ব উদযাপনের সময় প্রায় লাখো জনতার উপস্থিতিতে বুঝা যায়। সাধু আন্তনীর পর্ব গাজীপুরের নাগরীর পানজোরায় এ বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার মহামারিতে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত ও সাধু আন্তনীর পর্ব উদযাপন কমিটির আহ্বায়ক ফাদার জয়ন্ত এস গমেজ। তিনি ডিসিনিউজকে বলেন, ‘এ বছর সাধু আন্তনীর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ৫ ফেব্রুয়ারি কিন্তু বিশ্বের ও বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনায় এনে ঢাকার আর্চবিশপ বিজয় নিসেফোরস ডি’ক্রুজ, ওএমআই সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে এ বছর সাধু আন্তনীর পর্ব ও নভেনা স্থগিত রাখা হয়েছে। কিন্তু এটা নিশ্চতভাবে জানাচ্ছি যে এ বছর একটু পিছিয়ে আর্চবিশপ মহোদয়ের পরামর্শে ইস্টারের পরেই নভেনা ও সাধু আন্তনীর পর্ব উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো জানান, সব কিছু পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে এ বছরের জন্য সাধু আন্তনীর পর্বের তারিখ জানিয়ে দেওয়া হবে।
তিনি জানান যে শুধু খ্রিষ্টানরা নয়, মুসলিম, হিন্দু ও বৌদ্ধ ধর্মের বিশ্বাসীরা এই সাধুর পর্বে উপস্থিত হয়ে থাকেন।

প্রসঙ্গত, সাধু আন্তনীর পর্বে প্রতি বছর প্রায় লাখো মানুষ সাধু আন্তনীর মধ্যস্থতায় নভেনা ও প্রার্থনা করে ফল পেয়ে থাকেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষের জন্য অনেক আশ্চর্য কাজ করেছেন। হারানো কিছু খুঁজে পেতে, অসুস্থতায় আরোগ্য লাভ, বন্ধ্যা নারীর সন্তান লাভসহ অনেক আশ্চর্য কাজ সাধিত হয়েছে এই সাধুর মধ্যস্ততায় প্রার্থনা করে।
সাধু আন্তনীর জন্ম পর্তুগালের লিজবনে ১৫ আগস্ট ১১৯৫ খ্রিষ্টাব্দে। বাণী প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে মাত্র ৩৫ বছর বয়সে তিনি ইটালির পাদুয়ায় মারা যান।

(পুরানো ছবি)