শিরোনাম :
ড. জেমস বি. সরকারের মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ
ঢাকা ক্রেডিটের সদস্য ড. জেমস বি. সরকার সমাজ ও মানব সেবায় বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন।
২৩ জানুয়ারি ঢাকাস্থ কচিকাচা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এইচসিসিবি সংস্থার নির্বাহী পরিচালক ড. জেমস বি. সরকারের হাতে এ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। সাথে ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও আই এন পির চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহমেদ। অনুষ্ঠানের মুল প্রবন্ধ ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান।
১৯৯১ সালে এইচসিসিবি সংস্থা রেজিস্ট্রেশন পাবার পর থেকে ড. সরকার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিভিন্ন দাতা গোষ্ঠীর সাহায্য ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেবা ও উন্নয়ন মূলক কাজ দক্ষতা ও সুনামের সাথে অনেক প্রকল্পই সুসম্পন্ন করেছেন। বর্তমানেও এ চেষ্টা অব্যাহত আছে। তবে বৈদেশিক সাহায্য কমে যাওয়াতে বেশি লোককে সুযোগ দিতে পারছেন না ।
অনুষ্ঠানে এছাড়াও মঞ্চে উপবিস্ট ছিলেন পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ আনোয়ার হোসেন, আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি – মোঃ আতা উল্লাহ খান সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। মিলনায়তনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত গুণীজন সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বরিশালের আগৈলঝরার বারপাইকা গ্রামের নিবাসী ড. সরকারের পিতা শামুয়েল সরকার ও মাতা সুশীলা সরকার।
(বিজ্ঞপ্তি)