ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খ্রিষ্টীয় সংগীতে কমল রড্রিক্সের অবদান

খ্রিষ্টীয় সংগীতে কমল রড্রিক্সের অবদান

0
487

সুমন কোড়াইয়া ॥ ঢাকা
নজরুল সংগীতের পাশাপাশি খ্রিষ্টীয় সংগীতেও অবদান রেখেছেন যোসেফ কমল রড্রিক্স।
সংস্থাপন মন্ত্রণালয়ের (অব) অতিরিক্ত সচিব ও গীতিকার উইলিয়াম অতুল কুলুন্তুনু যোসেফ কমল রড্রিক্স সম্পর্কে বলেন , ভারতীয় সংগীতজ্ঞরা বলেন, যোসেফ কমল রড্রিক্সের গলায় নজরুল সংগীত খুব ভালোভাবে গাওয়া হয়। তাঁর ছিলো ঈশ্বর প্রদত্ত প্রতিভা। এ ছাড়া খ্রিষ্টীয় সংগীতে তাঁর অবদান অসামান্য।
তিনি বলেন, ‘খ্রিষ্টীয় যোগাযোগ কেন্দ্রের বাণীদীপ্তি থেকে প্রথম অডিও গানের যে ক্যাসেট হয়, সেখানে আমার লেখা চারটি গান স্থান পায়। সেই চারটি গানেরই সুরকার ছিলেন কমল রড্রিক্স। সেই চারটি গানই হিট করেছিলো। গানগুলো এখনো মানুষের মুখে মুখে গাইতে দেখা যায়।’
ক্যাথলিকদের বহুল ব্যবহুত গান বই গীতাবলীতে রয়েছে যোসেফ কমল রড্রিক্সের সুর করা অসংখ্য জনপ্রিয় গান। যে গানগুলো উপাসনায় গাওয়া হয় গভীর ভক্তি-শ্রদ্ধার সাথে।
উইলিয়াম অতুল কুলুন্তুনু বলেন, ‘বাণীদীপ্তি থেকে প্রকাশিত ওইগানগুলোই এখন প্রতি বছর বড়দিন ও ইস্টারে গাওয়া হয়। যেমন পথ হারা পথিকেরা…, শীত মাঝে এলো বড়দিন…, গেৎসিমানী ঘোর বনানী…। ‘শীত মাঝে এলো বড়দিন’ এই গানটি গণভবনে মানেনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গেয়ে থাকেন। কারণ এই গানে বাংলার আবহ আছে। এইগানগুলো প্রত্যেক ধর্মপল্লীতে গাওয়া হয়। আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন প্রবাসী খ্রিষ্টান বাঙালিরাও এই গানগুলো বড়দিন ইস্টারে গেয়ে থাকেন। টিভিতে বড়দিন ইস্টারের অনুষ্ঠানে এই গানগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটাই তাঁর সব চেয়ে বড়ো স্বার্থকতা।’
উইলিয়াম অতুল মনে করেন কমল রড্রিক্সের সুর করা ও কন্ঠ দেওয়া গানগুলো শ্রোতাদের নিকট হৃদয়গ্রাহী হয়েছে। হৃদয়কে স্পর্শ করেছে, যার দরুন গানগুলো টিকে গেছে। বাণীদিপ্তীর অন্যান্য অনেক গান আছে, সেগুলোর খোঁজ না নিলেও এই গানগুলো সমাদৃত হয়েছে। তাঁকে হারিয়ে খ্রিষ্টান সমাজের অনেক ক্ষতি হয়েছে।
তিনি আরো মনে করেন আর কবে যোসেফ কমল রড্রিক্সের মতো শিল্পী আসবে তা জানা নাই।
প্রসঙ্গত, কিংবদন্তী নজরুল সংগীতশিল্পী যোসেফ কমল রড্রিক্স ৩১ জানুয়ারি রাজধানীর পান্থপথের গ্রীণলাইফ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর।
জানা গেছে, আমাগীকাল সকাল ১১ টায় তেজগাঁও গির্জায় তাঁর মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া শেষে কবরস্থ করা হবে।