ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মারা গেছেন নটর ডেম কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ফাদার পিশোতো

মারা গেছেন নটর ডেম কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ফাদার পিশোতো

0
1089

ডিসিনিউজ।। ঢাকা

সবাইকে কাঁদিয়ে আজ (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় প্রাণ ত্যাগ করলেন নটর ডেম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ট্রেজারার ও নটর ডেম কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ফাদার যোসেফ এস. পিশোতো সিএসসি।

ঢাকার রামপুরায় হলিক্রস ফাদারদের মরো হাউজে ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি প্রাণত্যাগ করেন।

ফাদার পিশোতোর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিক্রস ফাদার-ব্রাদার-সিস্টার সম্প্রদায়সহ সকল ব্রতধারী সম্প্রদায়, শিক্ষাঙ্গন ও সুশীল সমাজের মধ্যে।

৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় রামপুরা সেমিনারী চ্যাপেলে ফাদার পিশোতোর প্রথম অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে। বেলা ৩টায় সকলের শেষ শ্রদ্ধা জানানোর জন্য নটর ডেম কলেজ ও নটর ডেম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাখা হবে। সন্ধ্যা ৬টায় রমনা কাথিড্রাল চার্চে দ্বিতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি সকাল ৯ টায় তেজগাঁও চার্চে তৃতীয় খ্রিষ্টযাগ শেষে সকাল ১১টায় তাঁকে ভাদুন সেন্টারে সমাধিস্থ করা হবে।

ফাদারের মৃত্যুতে শোক প্রকাশ ও আত্মার কল্যাণ কামনা করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

বাংলাদেশের মানুষকে ভালবেসে দীর্ঘ ৫৯ বছর কাটিয়ে দেন বাংলার মাটিতে। হয়ে ওঠেন আদ্যোপ্রান্ত একজন বাঙালি

ফাদার পিশোতো ১৯৩৩ খ্রিষ্টাব্দে ৬ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন। ১৯৬১ খ্রিষ্টাব্দের ৯ জুন তিনি হলিক্রস সম্প্রদায়ের ফাদার হিসেবে অভিষিক্ত হন। পালকীয় কাজে মিশনারী হয়ে চলে আসেন বাংলাদেশে। বাংলাদেশের মানুষকে ভালবেসে দীর্ঘ ৫৯ বছর কাটিয়ে দেন বাংলার মাটিতে। হয়ে ওঠেন আদ্যোপ্রান্ত একজন বাঙালি। ৩৫ বছর নটর ডেম কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। নটর ডেম কলেজের প্রিন্সিপাল হিসেবে তিনি ছিলেন সর্বজন গ্রহণীয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি সম্প্রদায়ের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।