ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উদ্বোধন

ঢাকা ক্রেডিটের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উদ্বোধন

0
502

ডিসিনিউজ ॥ ঢাকা
সম্প্রতি ঢাকা ক্রেডিট উদ্বোধন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। অ্যাপ ভিত্তিক এই সার্ভিসের মধ্য দিয়ে ঢাকা ক্রেডিটের সদস্যরা নিজস্ব যতগুলো সেভিংস একাউন্টস আছে তার ব্যালেন্স জানতে পারবেন। গণনা করা যাবে ঋণ, এলপিএস, ও ঋণের সুদ।
এই সেবার মাধ্যমে নিজেদের সেভিন্স একাউন্ট থেকে অন্যদের সেভিন্স একাউন্টে টাকা স্থানান্তর করা যাবে। আরেকটি অপসন হল স্টেটমেন্ট দেখা।
এছাড়াও আমাদের চলমান এটিএম বুথকে আরও সিকিউর করার জন্য ওয়ান টাইম কিউআর কোড ব্যবহার করে ক্যাশ উইড্রো করতে পারবেন খুব সহজেই আর তা দশ সেকেন্ডেই উইড্রো করা যাবে।

কী সুবিধা আছে এতে
একজন সদস্য হোম পেইজে ঢাকা ক্রেডিট অ্যাপের সকল সার্ভিস দেখতে পাবেন এবং চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার্ভিসে প্রবেশ করতে পারবেন।
নিউজ ফিডের মাধ্যমে আপনি ঢাকা ক্রেডিট ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন ক্রেডিট ইউনিয়ন এবং সমবায় অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সংবাদ জানতে পারবেন।
নোটিফিকেশন-এর মাধ্যমে ঢাকা ক্রেডিট যে সকল নোটিশ এবং ম্যাসেজ প্রদান করে, তা স¤পর্কে অবগত হতে পারবেন।
কন্ট্যাকটস-এর মাধ্যমে আপনি ঢাকা ক্রেডিটের সকল সার্ভিস সেন্টারের ঠিকানা জানতে পারবেন। শুধু তাই নয়, ‘কল নাও’ বাটনে ক্লিক করার মাধ্যমে সরাসরি চাহিদা অনুযায়ী সেবাকেন্দ্রে কল করতে পারবেন।
সেভিংস প্রোডাক্টে ক্লিক করার মাধ্যমে আপনি ঢাকা ক্রেডিটের সকল সেভিংস প্রোডাক্ট স¤পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এ্যাকাউন্টস-এর মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত এ্যাকাউন্ট-এর আর্থিক তথ্যসহ অন্যান্য তথ্য জানতে পারবেন। এ ছাড়াও আপনি আপনার গৃহীত ঋণের ইন্টারেস্ট ক্যালকুলেশনও করতে পারবেন।
লোন প্রোডাক্টে ক্লিক করার মাধ্যমে আপনি ঢাকা ক্রেডিটের সকল লোন প্রোডাক্ট স¤পর্কে বিস্তারিত জানতে পারবেন।
প্রোজেক্টস’ বাটনে ক্লিক করে আপনি ঢাকা ক্রেডিটের সকল প্রোজেক্ট স¤পর্কে জানতে পারবেন।
আপনার জরুরি অবস্থায় এ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে আপনি ‘ইমার্জেন্সি’ বাটনে ক্লিক করার মাধ্যমে সরাসরি ঢাকা
ক্রেডিটের জরুরি নম্বরে কল করতে পারবেন।

এই সেবা পেতে যা করবে হবে:
এই অ্যাপটি পেতে হলে গুগল প্লে স্টোরে গিয়ে ঢাকা ক্রেডিট লিখে সার্চ দিলে এ্যাপস্ টি চলে আসবে তারপর ইনস্টল বাটনে ক্লিক করলেই এ্যাপস টি মোবাইলে চলে আসবে। এরপর আপনার একটি মোবাইল নাম্বার এন্ট্রি করে কিছুক্ষণ অপেক্ষা করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি রেজিস্ট্রেশন হয়ে যাবে।
প্রসঙ্গত, ২০১৯ খ্রিষ্টাব্দের ৩ জুলাই ঢাকা ক্রেডিট অ্যাপ প্রথম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। ওই অ্যাপটির আপডেট ভার্সনই হলো এই অ্যাপটি।