শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কর্মী সিলভিয়া বাড়ৈয়ের ছেলে এ্যালেনের অকাল প্রয়াণ
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের লোন ইনভেস্টিগেশন এন্ড রিকোভারি বিভাগের এ্যাসিসটেন্ট অফিসার সিলভিয়া রেবেকা বাড়ৈয়ের ছেলে এ্যালেন তমাল মন্ডল আর নেই। ১২ ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ত্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩২ বছর।
পেশায় গ্রাফিক্স ডিজাইনার এ্যালেন তমাল মন্ডল গৌরনদীর নলচিড়া গ্রামের টমাস মন্ডল ও সিলভিয়ার রেবেকা বাড়ৈয়ের সন্তান। ছেলের অকাল প্রয়াণ ভেঙ্গে পড়েছেন তাঁর বাবা-মা ও ভাই তিমন মন্ডল। এ্যালেন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করতেন।
এ্যালেন তমাল মন্ডলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ ব্যবস্থাপনা পরিষদের কয়েকজক সদস্য ও ঢাকা ক্রেডিটের বেশ কয়েকজন কর্মী আজ তেজগাঁও গির্জায় এ্যালেনের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন ও তাঁর কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস এ্যালেনের জন্য বিশেষ প্রার্থনা করেন।
অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন এ্যালেন তমাল মন্ডলের কাকা ফাদার মুকুল মন্ডল।
এ্যালেনর বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজনসহ শতাধিক শুভাকাঙ্খী অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।