শিরোনাম :
বরিশালে খ্র্রিষ্টান নারীর শ্লীলতাহানির অভিযোগ
ডিসিনিউজ ॥ ঢাকা
৫ ফেব্রুয়ারি কল্পনা মন্ডল (প্রকৃত নাম নয়) রাতের খাবার খেয়ে ঘুমিয়েছেন। তাঁর স্বামী একটি মিশনারি স্কুলে নাইটগার্ডের চাকরি করেন- তিনি সন্ধ্যায় সেখানে ডিউটিতে গেছেন। রাতে বারটার পর কৌশলে দুইজন চোর (একজনের নাম আলাম) তাঁর ঘরে প্রবেশ করে। প্রবেশ করে তাঁকে কু প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় তাঁকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু এতেও রাজি না হওয়ায় কিল ঘুষি থাপ্পর মারতে থাকে অভিযুক্ত আলাম ও তার আরেক সহযোগী।
ভীত সন্ত্রস্ত কল্পনা মার খাওয়ার পর বলেন আমাকে পানি খেতে দাও। এই সময় আলাম তাঁকে পানি খেতে দেয়। কল্পনা পানি একটু খেয়েই বুঝতে পারে পানিতে কিছু মেশানো হয়েছে। কল্পনা পানি রেখে দেন। তখন তাঁকে মেরে ফেলাম হুমকি দিয়ে পুরো গ্লাসের পানি খাওয়ানো হয়। এর পর কল্পনা আর কিছু মনে করতে পারেননি। তিনদিন পর তাঁর জ্ঞান ফিরে। খোয়া যায় তাঁর কানের স্বর্ণের দুল। ধারণা করা হচ্ছে, পানিতে কিছু মেশানো হয়েছিল।
এই ঘটনায় কল্পনার স্বামী যোসেফ (প্রকৃত নাম নয়) ৮ ফেব্রুয়ারি বাকেরগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। মামলা নং-০৬।
তেতাল্লিশ বছর বয়সী এক সন্তানের মা কল্পনা মন্ডল ঘটনার বর্ণনা দিয়ে ডিসিনিউজকে বলেন, ‘জ্ঞান থাকা অবস্থায় আমার সম্ভ্রম নেওয়ার অনেক চেষ্টা করেছে আলাম ও তাঁর আরেক সহযোগী। কিন্তু ওরা পারে নাই। আমি শেষ পর্যন্ত লড়ে গেছি ওই জানোয়ারদের সাথে।’
তিনি আরো বলেন, যেহেতু তিনি কু প্রস্তাবে রাজি হননি, তাঁকে অজ্ঞান করে গণধর্ষণ করা হয়েছে। তাঁর শরীরে অসংখ্য জায়গায় নখের আচর রয়েছে। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শাস্তি পেলে ধর্ষকরা আর এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে না।
তিনি কেঁদে বলেন, ‘তিন দিন পর আমি মানুষ চিনতে পেরেছি। আট দিন হাসপাতালে ভর্তি ছিলাম। আমি জানি কত কঠিক সময় পার করেছি। সংখ্যালঘু খ্রিষ্টান বলেই ওরা আমার সাথে এরকম করার সাহস পেয়েছে।’
কথা হয় কল্পনার স্বামী যোসেফের সাথে। তিনি ডিসিনিউজকে বলেন, আমিও আমার স্ত্রীর সাথে যা হয়েছে, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। শাস্তি পেলে কেউ এররকম আর করার সাহস পাবে না।
তিনি জানান, আলাম তাদের পাড়া প্রতিবেশী। আলামের ভাইয়েরা অন্য মানুষের মধ্যস্থতায় টাকা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু যোসেফ তাতে রাজি হননি।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। তিনি ডিসিনিউজকে বলেন, ‘আমি বরিশালের ওই খ্রিষ্টান নারীকে যারা যৌন ও শারিরিক নির্যাতন করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ধিক্কার জানাই। তারা মানুষ নয়, নর পশু।’
জানা গেছে, মামলাম প্রধান আসামী আলামকে গ্রেফতার করেছে পুলিশ।
(সামাজিক সম্মানহানী যেন না হয় তার জন্য নির্যাতিতদের প্রকৃত নাম-ঠিকানা প্রকাশ করা হলো না।)