শিরোনাম :
বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তের স্মরণে আলোচনা সভা
ডিসিনিউজ ॥ ঢাকা
বীর উত্তম মেজর জেনারেল (অব:) সি আর দত্তের স্মরণে ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে।
১৯ ফেব্রুয়ারি বিকাল ৪টা অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দ্র বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সাবেক এমপি উষাতন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বিশেষ
অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি, ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও ও ড. নিম চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেব প্রিয় ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. মেজবা কামাল, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া,।
আয়োজকগণ বলেন, ২৫ আগস্ট আমেরিকায় মারা যান বীর উত্তম মেজর জেনারেল (অব:) সি আর দত্ত। করোনার কারণে সেই সময় বড়ো করে তাঁর ওপর কোনো স্মৃতিচারণ সভা করা সম্ভব হয়নি বলে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সি আর দত্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করেছিলেন, সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সি আর দত্ত মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে গেছেন। তাঁর আদর্শ আমাদের ধারণ করতে হবে।’
ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বলেন, যদি বাংলাদেশ হিন্দ্র বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ না থাকে, তাহলে গণতান্ত্রীক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে এদেশে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। যদি বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান দেখতে না চাই, তাহলে ঐক্য পরিষদকে শক্তিশালি সংগঠন হিসেবে দাঁড়াতে হবে। শুধু হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান বা আদিবাসীদের জন্য নয়, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ঐক্য পরিষদ দরকার বলে তিনি মনে করেন। তিনিও সবাইকে সি আর দত্তের অসাম্প্রদায়িক চেতনার আদর্শ সকলকে ধারণের আহ্বান জানান।
আলোচনা সভার শুরুতে ছিলো সি আর দত্তের প্রতিকৃতিতে ফুল ও প্রদীপ জ¦ালিয়ে শ্রদ্ধা নিবেদন। এর পর তাঁর জীবনী পাঠ, মূল প্রবন্ধ পাঠ ও আলোচনা।
অন্যান্য বক্তারা সি আর দত্তের মুক্তিযুদ্ধকালীন অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তেজাঁও চার্চ ক্যয়ার (গানের দল) আলোচনা সভায় কয়েকটি গান পরিবেশন করে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম মহা সচিব জেমস সুব্রত হাজরা, এসোসিয়েশনের ব্রাক্ষণবাড়িয়া থানা শাখার সাধারণ সম্পাদক মলয় নাথ, এসোসিয়েশনের মিরপুর থানা শাখার প্রেসিডেন্ট যোসেফ স্বপন চৌধুরী, এসোসিয়েশনের লক্ষ্মীবাজার থানা শাখার সাধারণ সম্পাদক ভিক্টর রে প্রমুখ।