ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
392

ডিসিনিউজ ॥ ঢাকা

মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর ৯ম বার্ষিক সাধারণ সভা উত্তরখান থানার মাউছাইদ গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোসাইটি প্রেসিডেন্ট ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউছাইদ ধর্মপল্লীর পাল-পুরোহিত ডমিনিক সেন্টু রোজারিও। বিশেষ অতিথি ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ (কাককো) লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা উত্তর সিটি কর্পোারেশনের ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মো. জাইদুল ইসলাম মোল্লা।

আরো উপস্থিত ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাকালিন প্রেসিডেন্ট দিলীপ পিউরীফিকেশন, সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট চন্দন ফেলিক্স রোজারিও, আইন উপদেষ্টা নির্মল ড্যানিয়েল ডি’কস্তাসহ আরো অনেকে।

প্রধান অতিথি ফাদার ডমিনিক সেন্টু রোজারিও বলেন, এই সমিতির ব্যবস্থাপনা পরিষদ চায় সমিতির সদস্যরা সক্রিয় হোক। সদস্যরা যদি সক্রিয় ও সচেতন না হয়, তাহলে সমিতিতে সমস্যা সৃষ্টি হতে পারে। সমবায় সমিতিগুলোতে দুর্নীতি ও বিপর্যয় আসছে সমিতির সদস্যদের নিষ্ক্রিয়তার কারণে। সদস্যরা সচেতন হলে কোনো সমিতিতে দুর্নীতি হতে পারে না। তিনি মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের প্রসংশা করে বলেন, এই পরিষদ সৎভাবে কাজ করছে বলেই বেশি বোনাস ও লভ্যাংশ প্রদান করতে পেরেছে।

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ (কাককো) লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস সমিতির বার্ষিক সাধারণ সভার আলোচনা শুনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, আমি খুব খুশি হয়েছি যে সমবায়ীরা এখন খুব সচেতন। এই বার্ষিক সাধারণ সভায় কীভাবে সদস্যবান্ধব সমিতি করা যায় সেইসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমানে বেকারত্ব একটা সামাজিক সমস্যা। সমিতিগুলোকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করে যেতে হবে। সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ঋণ নেওয়ার আগে আপনাদের দশবার চিন্তা করতে হবে যে আপনি ঋণ ফেরত দিতে পারবেন কিনা, তারপর ঋণ নিবেন।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘এখন বন্ধুত্বের সময়। পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাওয়ার সময়। আমাদের শত্রুতার সময় নয়। মাাউসাইদে যত ক্রেডিট ইউনিয়ন রয়েছে সবগুলো ক্রেডিট ইউনিয়নকে মিলেমিশে কাজ করতে হবে।’ তিনি সমিতির সদস্যদের সন্তানদের শিক্ষার জন্য বিনিয়োগ করার পরামর্শ দেন।

সোসাইটি প্রেসিডেন্ট ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন তাঁর স্বাগত ভাষণে বলেন, একজন সফল উদ্যোক্তা, একজন সফল বাড়িওয়ালা তৈরি করাসহ সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছি। তিনি করোনার এই সময়ও ২০১৯-২০ অর্থ বছরে ৭% অন্তবর্তীকালীন শেয়ার বোনাস প্রদানের ঘোষণা ও ১% হারে লভ্যাংশ প্রদানের প্রস্তাব রাখেন যা সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। সমিতির পরিকল্পনার মধ্যে ছিল পাগাড় গ্রামে কার্যালয় স্থাপন, মাউছাইদে নিজস্ব স্থায়ী কার্যালয় স্থাপন, কর্মী দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা,  সদস্য সংখ্যা বৃদ্ধি করে এক হাজার সদস্যে উন্নীত করা, মিলিওনিয়ার ডিপোজিট স্কীম ও উৎসব সঞ্চয় প্রকল্প চালুকরণ ইত্যাদি।

২০১১ খ্রিষ্টাব্দে স্থাপিত এই সমিতিতে রয়েছে ৫৮৫ জন সদস্য। এই সমিতিটির উল্লেখযোগ্য প্রোডাক্ট ও প্রকল্পের মধ্যে রয়েছে সঞ্চয়, ঋণ, এফডিআর, এইচডিএস, দোকান প্রকল্প ইত্যাদি।