ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে অমর একুশে পালন (ভিডিও)

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে অমর একুশে পালন (ভিডিও)

0
199

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্রেডিট পরিচালিত ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়।

২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় শুরু হয় প্রভাত ফেরি। এতে স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর সলোমন ইগ্নেসিয়াস রোজারিও, ঢাকা ক্রেডিটের মার্কেটিং এন্ড প্রজেক্টের চিফ অফিসার সুইটি পিউরীফিকেশন, স্কুলের অধ্যক্ষ আনন্দ চৌধুরীসহ স্কুলের শিক্ষকগণ অংশ নেন। স্কুলে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশে নির্মিত স্মৃতিসৌদ্ধে ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান তাঁরা।

ঢাকা ক্রেডিটের ডিরেক্টর সলোমন ইগ্নেসিয়াস রোজারিও বলেন, ‘যাঁরা ভাষার জন্য নিজেদেরকে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন, তাঁদেরকে আমরা নতশিরে শ্রদ্ধ জানাই। ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মা শান্তি পাবে যদি আমরা এই মাতৃভাষাকে আন্তর্জাতিকভাবে আরো সমৃদ্ধ করতে পারি।’ তিনি স্কুলের শিক্ষার্থীদের মাতৃভাষাকে সঠিকভাবে চর্চার আহ্বান জানান। 

ঢাকা ক্রেডিটের মার্কেটিং এন্ড প্রজেক্টের চিফ অফিসার সুইটি পিউরীফিকেশন শহীদ দিবস পালন অনুষ্ঠানে বলেন, ‘ভাষা শহীদদের আত্মত্যাগের কারণে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই ভাষায় রচিত হয়েছে অনেক পদ্য, গদ্য।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা কখনো বাংলা ভাষাভাষী হিসেবে নিজেদেরকে ছোট মনে করবে না। আমরা এতই গর্বিত ও সমার্দিত যে জাতি সংঘ এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা অন্য কোনো ভাষা এই স্বীকৃতি পায়নি।’

এর আগে স্বাগত বক্তব্যে স্কুলের অধ্যক্ষ আনন্দ চৌধুরী বলেন, ‘ভাষার জন্য যাঁরা রক্ত দিয়ে ছিল তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।’

কর্মসূচিতে আরো ছিল শহীদদের স্মরণে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশনায় দেশের গান ও ভাষা আন্দোলন নিয়ে আলোচনা।

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের উপাধ্যক্ষ মিটিল্ডা কস্তা।