শিরোনাম :
পাগার ক্রেডিটের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডিসিনিউজ ॥ গাজীপুর
পাগার খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (পাগার ক্রেডিট)-এর ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টঙ্গীর পাগারে।
২১ ফেব্রুয়ারি পাগার গির্জার সেন্ট বারবারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন পাগার ক্রেডিটের চেয়ারম্যান সেবাষ্টিন পিউরীফিকেশন। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, মাউছাইদ ধর্মপল্লীর পাল-পুরোহিত ডমিনিক সেন্টু রোজারিও, পাগার ধর্মপল্লীর পাল-পুরোহিত জেভিয়ার পিউরীফিকেশন ও মাউছাইদ ক্রেডিটের চেয়ারম্যান ডেভিড প্রবীন রোজারিও। সাথে অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
বার্ষিক সাধারণ সভার পূর্বে মহান ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও গাওয়া হয় জাতীয় সংগীত।
পাগার ক্রেডিটের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে অত্যাধুনিক একটি জিম। এটি উদ্বোধন করেন বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, সভাপতি পাগার ক্রেডিটের চেয়ারম্যান সেবাষ্টিন পিউরীফিকেশন ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। জিমের সেবা সমিতির সদস্য ছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে ব্যবহার করতে পারবেন।