শিরোনাম :
সমবায় অধিদপ্তরের প্রতিনিধি দলের ঢাকা ক্রেডিট পরিদর্শন
ডিসিনিউজ ।। ঢাকা
১ মার্চ সমবায় অধিদপ্তরের একটি প্রতিনিধি দল ঢাকা ক্রেডিট পরিদর্শনে আসেন।
দুপুর দেড়টায় ৩৮তম বিসিএস ক্যাডার সমবায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী নিবন্ধক আব্দুল কাইয়ুম, তেজগাঁও মেট্রোপলিটান থানা সমবায় অফিসার রেজাউল বারি, মিরপুর মেট্রোপলিটান থানা সমবায় অফিসার মো. নাসির উদ্দিন, ঢাকা জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম, তেজগাঁও মেট্রোপলিটান থানা সমবায় সহকারী পরিদর্শক আশিকুর রহমান ঢাকা ক্রেডিট পরিদর্শন করেন।
এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তাঁদের স্বাগত জানান এবং এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ সময় ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, চিফ অফিসার জোনাস গমেজ, প্রোগ্রাম ও প্রটোকল ম্যানেজার স্বপন রোজারিও, সেক্রেটারিয়েট ইনচার্জ তপন টি. গমেজ।
আলোচনায় প্রেসিডেন্ট ঢাকা ক্রেডিটের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। এ সময় ঢাকা ক্রেডিটের দুইটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরিদর্শনকালে অতিথিরা ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন।
আলোচনা শেষে অতিথিদের হাতে ঢাকা ক্রেডিটের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।