শিরোনাম :
চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের পাহাড়তলিতে পবিত্র শিশু মঙ্গল সমাবেশ
ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম
চট্টগ্রামের পাহাড়তলি উপধর্মপল্লীতে অনুষ্ঠিত হয় পবিত্র শিশু মঙ্গল সমাবেশ।
১২ মার্চ, অনুষ্ঠিত শিশু মঙ্গল সমাবেশে পাহড়তলি এলাকার ৪০জন শিশু, শিশু এনিমেটর, মিশনারীজ অব চ্যারিটি, এসএমআরএ সিস্টার অংশগ্রহণ করেন। উপ- ধর্মপল্লীর পাল- পুরোহিত মাইকেল রয় এতে উপস্থিত ছিলেন।
সমাবেশের মূলভাব ছিল ‘পবিত্রতায় আমার কাছে ফিরে এসো।’ অনুষ্ঠানসূচীতে ছিল উদ্বোধনী ও পরিচয় পর্ব, চিত্রাঙ্কণ, নাটক, শিশুদের পরিচালনায় ক্রুশের পথ ও খ্রিষ্টযাগ।
মিশনারীজ অব চ্যারিটি সিস্টার করুণাময়ী বলেন, ‘তোমরা সবসময় সুন্দরভাবে চলবে, সবার বাধ্য হয়ে থাকবে। বাবা-মায়ের ও বড়দের কথামতো জীবনযাপন করবে। সবসময় প্রার্থনা করবে।’
ফাদার মাইকেল রয় বলেন, যিশুকে পেতে হলে যিশুকে খুশি করতে হলে বাবা-মার বাধ্য হয়ে চলতে হবে, তাদের কথা শুনতে হবে, খ্রিষ্টযাগে অংশগ্রহণ করতে হবে এবং প্রার্থনা করতে হবে। এ ছাড়াও নিয়মিত পড়াশোনা করে মানুষকে ভালবাসতে হবে।