ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নতুন কর্মীদের ইনডাকশন প্রশিক্ষণ শুরু (ভিডিও)

ঢাকা ক্রেডিটের নতুন কর্মীদের ইনডাকশন প্রশিক্ষণ শুরু (ভিডিও)

0
1452

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্রেডিটের নতুন কর্মীদের ইনডাকশন (প্রবেশন) প্রশিক্ষণ শুরু হয় গাজীপুরের মঠবাড়ীর ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেইনিং সেন্টারে ১৪ মার্চ। এতে ১৪ জন অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষ হবে ১৯ মার্চ।

প্রশিক্ষণের উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও।

নতুন কর্মীরা যেন ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রোডাক্ট ও প্রকল্প সম্পর্কে গভীরভাবে জানতে পারেন এবং নিজেদের বিকশিত করতে পারেন এই লক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও বলেন, ‘আমরা এই কয়দিন ঢাকা ক্রেডিট সম্পর্কে জানবো। এই প্রতিষ্ঠানের কাজগুলো কী হয় তা জানবো। এছাড়া নিজেদের সম্পর্কে জানবো এবং খোঁজে দেখব আমি এই প্রতিষ্ঠানের কোথায় নিজেকে ফিট করতে পারি।’

প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের উর্ধ্বতন কর্মীগণ।

ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, ‘এই প্রশিক্ষণ শেষে জ্ঞান বাড়বে, ঢাকা ক্রেডিট সম্পর্কে জানবো। পরবর্তীতে যখন জ্ঞান কাজে ব্যবহার করবো তখন দক্ষতা বৃদ্ধি হবে। দক্ষতা বৃদ্ধি হলেও শতভাগ ফলাফল পাওয়া যাবে না যদি না মনোভাবটা সেরকম না হয়।’

ঢাকা ক্রেডিটের এডমিন এন্ড এইচআরডি বিভাগের ম্যানেজার ডিউক সাব্যসাচী মজুমদার প্রশিক্ষণে নতুন কর্মীদের উদ্দেশে বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যে প্রার্থক্য রয়েছে। শিক্ষা হচ্ছে একটা পদ্ধতিগত শিখন পক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। প্রশিক্ষণ হচ্ছে দক্ষতা উন্নয়নের জন্য। প্রশিক্ষণ শেষে নিজ নিজ পেশায় প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা সফল প্রয়োগই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেইনিং সেন্টারের ইনচার্জ লিন্টাস মাাইকেল দেশাই।