ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও স্বাধীনতা দিবসে খ্রিষ্টান এসোসিয়েশনের কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও স্বাধীনতা দিবসে খ্রিষ্টান এসোসিয়েশনের কর্মসূচি

0
839

ডিসিনিউজ ॥ ঢাকা

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তেজগাঁও হলি রোজারি গির্জায় সকাল ৮টায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং তাঁর প্রতিকৃতিতে ফুলের মাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হবে। প্রার্থনা শেষে জাতিরজনকের জন্মদিন উপলক্ষে কাটা হবে বিশেষ কেক। গণ্যমান্য ব্যক্তিদের আলোচনা শেষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতিরজনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে।

অন্যান্য বারের মতো এবারও ২৬ মার্চ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সাভার স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করবেন।

 একই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে খ্রিষ্টভক্তদের অংশগ্রহণে এক বিজয় মিছিলের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে।

খ্রিষ্টভক্তদের এইসকল অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অনুরোধ করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। এইসব কর্মসূচি সংক্রান্ত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ১৫ মার্চ ঢাকা ক্রেডিটের হল রুমে।