ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নতুন কর্মীদের ইনডাকশন প্রশিক্ষণ সম্পন্ন এবং এমপ্লয়ী গ্রুমিং এন্ড সেল্ফ-এক্সপ্লরেশন...

ঢাকা ক্রেডিটের নতুন কর্মীদের ইনডাকশন প্রশিক্ষণ সম্পন্ন এবং এমপ্লয়ী গ্রুমিং এন্ড সেল্ফ-এক্সপ্লরেশন ওয়ার্কশপের শুভ সূচনা

0
475

ডিসিনিউজ ।। কালীগঞ্জ]

ঢাকা ক্রেডিটের নতুন কর্মীদের ইনডাকশন প্রশিক্ষণ সম্পন্ন এবং এমপ্লয়ী গ্রুমিং এন্ড সেল্ফ-এক্সপ্লরেশন ওয়ার্কশপের শুভ সূচনা হয়।

১৯ মার্চ, ২০২১ গাজীপুর জেলার কালীগঞ্জের মঠবাড়ীর কুচিলাবাড়ীতে ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে ইনডাকশন প্রশিক্ষণ সম্পন্ন ও গ্রুমিং এন্ড সেল্ফ-এক্সপ্লরেশন ওয়ার্কশপ শুরু হয়।

পুরাতন প্রশিক্ষণার্থীদের বিদায় ও নতুন প্রশিক্ষণার্থীদের বরণানুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর ও পারসোনাল সাবকমিটির কনভেনর পাপিয়া রিবেরু, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, চিফ অফিসার জোনাস গমেজ, পরামর্শক শীরেন সিলভেস্টার গমেজ।

আরো উপস্থিত ছিলেন ট্রেনিং পরামর্শক আসাদ বিন ইউসুফ, এইচআরডি এন্ড অ্যাডমিন ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার, রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারের ইনচার্জ লিন্টাস দেশাই।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাই ঢাকা ক্রেডিটকে, কারণ ঢাকা ক্রেডিট কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে। প্রশিক্ষণের উদ্দেশ্য হলো প্রত্যেকেই নিজেকে সম্পদে পরিণত করা। আপনার অনেকগুলো লক্ষ্য নিয়ে প্রশিক্ষণে অংশ নিয়েছেন এবং আজ থেকে নতুন করে আরো অনেকেই অংশ নিতে যাচ্ছেন। প্রশিক্ষণ শেষে আমাদের অর্জনগুলো নিয়ে ভাবতে হবে, তাহলেই প্রশিক্ষণের উদ্দেশ্য সফল হবে।’

তিনি বলেন, ‘সবার আগে প্রশিক্ষণের মূল্যবোধগুলোকে আমাদের ধারণ করতে হবে। পরিশেষে সকল বাধা পার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই প্রশিক্ষণ সার্থক হবে।’

প্রক্ষিণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এই কয়েকদিন ঢাকা ক্রেডিট সম্পর্কে জেনেছেন। আমাদের মিশন-ভিশন সম্পর্কে জেনেছেন। ঢাকা ক্রেডিটের স্লোগান আপনারা জানেন, সেই লক্ষে আমাদের কাজ করতে হবে। এখনই সময় আপনাদের নিজেকে গড়ে তোলার।’

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া বলেন, ‘আপনারা সৌভাগ্যবান যে, আপনারা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছেন। আশা করি আপনারা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে আরো সুদক্ষ করে তুলবেন। ঢাকা ক্রেডিট এখন কর্মীদের উন্নয়নে বিভিন্ন ধরণের প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে। আপনারা ঢাকা ক্রেডিট নিয়ে ভাববেন এবং আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি।’

বোর্ড অব ডিরেক্টর ও পারসোনাল সাবকমিটির কনভেনর পাপিয়া রিবেরু বলেন, ‘ইনডাকশন প্রশিক্ষণ প্রতিটি কর্মীর জন্যই গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন আপনারা ঢাকা ক্রেডিটের সম্পর্কে অনেক বেশি জেনেছেন, সুতরাং আপনারা আরো দক্ষতার মাধ্যমে ঢাকা ক্রেডিটের উন্নয়নে কাজ করতে পারবেন। ঢাকা ক্রেডিটের কর্মীদের পেশাদারি করে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরণের প্রশিক্ষণের আয়োজন করা হয়। আশা করি আপনারা এইসব প্রশিক্ষণ গ্রহণ করে আরো বেশি শাণিত হবেন।’

বিশেষ অতিথি প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, আপনাদের জন্য পুরো সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আরো বেশি সৃষ্টিশীল করে গড়ে তুলতে পারছেন বলে আশা করি। আপনারা বিগত দিনগুলোতে অনেককিছু শিখেছেন। আপনাদের অর্জনগুলো দিয়ে ঢাকা ক্রেডিটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।’

‘বিগত বোর্ড থেকে ঢাকা ক্রেডিটের কর্মীদের পেশাদারিত্বভাবে গড়ে তুলতে প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে। বর্তমান বোর্ডও সেই ধারাবাহিকতায় বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছেন। বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক কর্মীকে দক্ষতাপূর্ণ করে গড়ে তোলা হচ্ছে। সুতরাং সবাইকে সম্পদশালী হয়ে ঢাকা ক্রেডিটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা আজ প্রশিক্ষণ শেষ করেছেন তাদেরকে অভিনন্দন জানাই আর যারা আজ নতুন করে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই’ বলেন প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও।

এ ছাড়াও এদিন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পরামর্শক শীরেন সিলভেস্টার গমেজ, সিও জোনাস গমেজ। এ সময় নিজেদের অনুভ‚তি ব্যক্ত করেন প্রশিক্ষণার্থীগণ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে ব্যাচ পড়িয়ে দেন প্রশিক্ষণার্থীরা। এরপর প্রশিক্ষণসম্পন্নকারীদের ধন্যবাদ জ্ঞাপন ও নতুন প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য পর্বের পর প্রশিক্ষণসম্পন্নকারীদের মধ্যে পারফরমার অব দ্যা ট্রেনিং হিসেবে একজনকে উপহার প্রদান করা হয় এবং ট্রেনিং-এ, প্রতিদিন পারফরমার অব দ্যা ডে হিসেবে নির্বাচিত চারজনকে ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য, ১৪-১৯ মার্চ পর্যন্ত ১৩ জন কর্মী এবং ১৯-২৩ মার্চ পর্যন্ত ১৭ জন কর্মী প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ঢাকা ক্রেডিট বাংলাদেশের সমবায় অঙ্গনে রোল মডেল হিসেবে বিবেচিত। এর কর্মী সংখ্যা ছয় শতাধিক। কর্মীদের পেশাদারিত্ব গুণাবলী অর্জন ও সম্পদে পরিণত করতে ঢাকা ক্রেডিট নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে।