শিরোনাম :
ঋণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা-এর সম্মানিত সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৩ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দে অনু্িষ্ঠত সমিতির পরিচালকমন্ডলী, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির ২০তম যৌথ সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয় যা ২১ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর।
(১) ঋণ রিফাইন্যান্সিংঃ-
আবেদনকারী কর্তৃক গৃহীত ঋণ ১বছর নিয়মিত কিস্তি পরিশোধের পর সমিতি কর্তৃক নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে পরিশোধিত ঋণের টাকা পূণরায় ঋণ হিসেবে গ্রহণ করতে পারবেন যা মূল ঋণের সর্বোচ্চ ৫০% বেশি নয়। এক্ষেত্রে ১,০০০.০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। উক্ত ঋণ পূর্বের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে বা সার্ভিস চার্জসহ আবেদনের প্রেক্ষিতে কিস্তি বৃদ্ধি করে ঋণটি রিসিডিউল করা যাবে। ১টি ঋণে ১বার এ সুযোগ প্রদান করা হবে। উক্ত ঋণ গ্রহণের সময় পূর্বের চেক (যদি দেওয়া থাকে) ফেরত নিয়ে পূণরায় (না দেওয়া থাকলে নতুন করে) ৪টি চেক নতুন করে দিতে হবে যার মধ্যে ১টি চেক দিয়ে সার্ভিজ চার্জ আদায় করা হবে এবং ৩টি চেক জামিন হিসেবে জমা থাকবে।
(২) ডাবল ডিপোজিট, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল বন্ড, কোটিপতি সঞ্চয় প্রকল্প এবং মিলিওনিয়ার ডিপোজিট স্কীমের বিপরীতে নিজের জমাকৃত টাকার ৯৫% ঋণ গ্রহণ করতে পারবেন অথবা নিজ বা পরিবারের ১ জনের ঋণে ১০০% জামিন দিতে পারবেন।
উক্ত বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।