ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নদ্দায় ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৬৫ জন

নদ্দায় ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৬৫ জন

0
297

ডিসিনিউজ ॥ ঢাকা
নদ্দায় ঢাকা ক্রেডিটের সদস্য হলেন ৬৫ জন।
২২ মার্চ নদ্দাস্থ ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত প্রি-মেম্বারশীপ ক্লাশে অংশ নেন নতুন সদস্য প্রাত্যাশীরা। ওই দিন প্রি-মেম্বারশীপ ক্লাশে অংশ নেওয়ার পর তাঁরা ঢাকা ক্রেডিটের সদস্য হন।


প্রি-মেম্বারশীপ ক্লাশ প্রদান করেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর সলোমন ইগ্নেসিয়াস রোজারিও, প্রত্যেশ রাংসা, রঞ্জন ডমিনিক পিউরীফিকেশন, নদ্দা সেবাকেন্দ্রের ম্যানেজার বিপুল টি গমেজ, মার্কেটিং বিভাগের এ্যাসিসটেন্ট ম্যানেজার-ইনচার্জ স্ট্যানিসলাস সোহেল রোজারিও ও মেম্বারস কেয়ার বিভাগের এ্যাসিসটেন্ট ম্যানেজার-ইনচার্জ শিল্পী দেশাই।


প্রি-মেম্বারশীপ ক্লাশে প্রশিক্ষণগণ ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রোডাক্ট ও প্রকল্পের বিষয়ে বিস্তারিত ধারণা দেন এবং এই সমিতির সদস্য হয়ে বিভিন্ন সেবা গ্রহণ করে নিজেদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের পরামর্শ দেন।
উল্লেখ্য, ঢাকা ক্রেডিটের রয়েছে ৮২টি প্রোডাক্টপ্রকল্প। সমিতির প্রধান কার্যালয়সহ ১২টি সেবাকেন্দ্রের মধ্য দিয়ে সমিতির প্রায় ৪৩ হাজার সদস্য সেবা লাভ করছেন।

ভিডিও দেখুন: পল্টন হালদারের ঘুরে দাঁড়ানোর গল্প