ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের ১৭ জন কর্মীর এমপ্লয়ী গ্রুমিং এন্ড সেল্ফ এক্সপ্লরেশন কর্মশালার সমাপ্তী

ঢাকা ক্রেডিটের ১৭ জন কর্মীর এমপ্লয়ী গ্রুমিং এন্ড সেল্ফ এক্সপ্লরেশন কর্মশালার সমাপ্তী

0
753

শাওন রিবেরু ।। গাজীপুর

কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও ওনারশীপের জন্য ঢাকা ক্রেডিটের ১৭ জন কর্মীকে নিয়ে এমপ্লয়ী গ্রুমিং এন্ড সেল্ফ এক্সপ্লরেশন (কর্মীদের বিকাশ ও আত্ম-অনুসন্ধান) কর্মশালার আয়োজন করা হয়।

১৯ মার্চ শুরু হয়ে পাঁচ দিনের ওয়ার্কশপ ২৩ মার্চ সমাপ্তী ঘটে। এটি অনুষ্ঠিত হয় গাজীপুর জেলার কালীগঞ্জের মঠবাড়ীর কুচিলাবাড়িতে ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে।

“প্রতিটি কর্মী আমাদের এক একটি শাক্তির উৎস,” বলছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও। তিনি কর্মশালায় আরো বলেন, ‘ঢাকা ক্রেডিটের যে লক্ষ্য সেটা পূরণ করতে হলে আমাদের প্রতিটি কর্মীকে দক্ষ হতে হবে, আমরা সেই লক্ষ্যে আমাদের প্রতিটি কর্মীকে একটি শক্তির উৎস হিসাবে তৈরি করছি। এবং আমরা আমাদের সেই লক্ষ্য তখনই পূরণ করতে পারবো যখন প্রতিটি কর্মীর ওনারশীপ নিয়ে কাজ করবে।’

তিনি বলেন, ‘আমি আশা করি এই ১৭ জন কর্মী পাঁচ দিন প্রশিক্ষণের পর তাদের নিজেদের দক্ষতা ও ওনারশীপ বৃদ্ধি পেয়েছে। তিনি বর্তমান বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই আয়োজনের অনুমতির জন্য । এবং ১৭ জন কর্মীদের আহ্বান করেন তাদের সর্বোচ্চ মেধা ও শ্রমের মাধ্যেমে প্রতিষ্ঠানকে তার লক্ষ্য পূরনে সহযোগিতা করার জন্য।’

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি এক্সকিউটিভ কনসালটেন্ট অলড্রিন টমাস গেইন, রঞ্জন ডমিনিক পিউরীফিকেশন, এইচআরডি এন্ড অ্যাডমিন ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার, ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারের ইনচার্জ লিন্টাস মাইকেল দেশাই।

এই ওয়ার্কশপে প্রশিক্ষণার্থীদের শিখানো হয় কর্পোরেট গ্রুমিং, সদস্যসেবা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ, ই-মেইল শিষ্টাচার, টেলিফোন শিষ্টাচার, নিজেকে মূল্যায়ন, ব্যক্তি সোয়াট বিশ্লেষণ, দলগঠন, ব্যক্তিগত উপস্থাপন, ভ্যালু এ্যাড, প্রাতিষ্ঠানিক কালচারাল উন্নয়ন, দলগত কাজ, কর্মী প্রেষণা এবং লিডারশীপ উন্নয়ন, ওনারশীপ ডেভলপমেন্ট, প্রতিষ্ঠানের একাউন্টস এবং ফিন্যান্স সম্পর্কে ধারণা এবং ডিজিটাল ট্রান্সফরমেশন। এ ছাড়াও ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল এবং কালব্ রিসোর্ট পরিদর্শন করা হয়।

এদিন প্রশিক্ষণার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আইসিটি এক্সকিউটিভ কনসালটেন্ট অলড্রিন টমাস গেইন, রঞ্জন ডমিনিক পিউরীফিকেশন। দুই জন প্রশিক্ষণার্থী তাদের প্রশিক্ষণে অনুভুতি ব্যক্ত করেন এবং বর্তমান বোর্ড, সিইও, এইচআরডি ম্যানেজার এবং রিসোর্ট কতৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই ধরনের আয়োজনের জন্য।