শিরোনাম :
উন্নয়নকর্মী রঞ্জন ডমিনিক পিউরীফিকেশনের ঢাকা ক্রেডিটে যোগদান
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার (স্ট্র্যাটেজি, প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট) হিসেবে সম্ভাবনাময় স্বপ্ন নিয়ে যোগদান করেছেন রঞ্জন ডমিনিক পিউরীফিকেশন।
১৪ মার্চ থেকে তিনি এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে যোগদান করেন।
তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। ১৯৮৮ সালে তিনি ওয়ার্ল্ডভিশনে প্রোগ্রাম অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৭ বছর ওয়ার্ল্ডভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সেবা দিয়ে সর্বশেষ ২০১৭ সালে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর পদে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।
২০১৯ সালে তিনি দি মেট্রোপলিটান খ্রীস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর প্রোগ্রাম কনসালটেন্ট হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে কক্সবাজারে পালস্ এনজিওতে হেড অব প্রোগ্রাম এস ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার হিসেবে যোগদান করেন। কিন্তু নিজের সমাজে সেবাদান করার টানে তিনি দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এ যোগদান করেন।
ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন একজন দক্ষ সংগঠক, প্রশিক্ষক এবং মোটিভেশনাল ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন ট্রেনিং প্রদান, শিক্ষা ক্ষেত্রে অবদান, কর্মীদের মোটিভেশন প্রদান, পরামর্শকের ভ‚মিকা পালন, প্রজেক্ট প্রোপোজাল লেখা, বিজনেস ডেভলপমেন্ট, কমিউনিকেশন দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ।
ডমিনিক রঞ্জন ডিসিনিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মূলত উন্নয়ন কর্মী হিসেবেই কাজ করেছি। এখন নিজের সমাজের মধ্যে সেবা দেওয়ার জন্যই ঢাকা ক্রেডিটে যোগদান করেছি। সমবায়ের মাধ্যমে সমাজের উন্নয়ন হচ্ছে এবং উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত করা সম্ভব, ঢাকা ক্রেডিটে যোগদানের এটাও একটি কারণ।’
ঢাকা ক্রেডিটে কোন বিষয়ের প্রতি বেশি জোর দিতে চান প্রশ্নের জবাবে তিনি ডিসিনিউজকে বলেন, ‘আমি ঢাকা ক্রেডিটে কর্মী মোটিভেশন নিয়ে বেশি জোর দিতে চাই। এ ছাড়াও প্রজেক্ট প্রোপোজাল লেখা, বিজনেস ডেভলপ নিয়েও কাজ করতে চাই। আমি ঢাকা ক্রেডিটকে আন্তর্জাতিক স্বীকৃত একটি প্রতিষ্ঠান হিসেবে দেখার লক্ষে কাজ করতে চাই।’
‘প্রথমত আমি এখানে ট্রেনিং ও কর্মীদের মোটিভেশন দিব। এছাড়াও স্ট্র্যাটেজিক রিলেশনশিপ নিয়েও কাজ করবো। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নও আমার কাজের একটি প্রধান লক্ষ্য। আমার আরেকটি উদ্দেশ্য হলো, বিশ্ববিদ্যালয়ের সাথে সমবায় নিয়ে গবেষণার কাজ করা। আসলে সমবায়ের মাধ্যমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের উন্নয়ন সাধন সম্ভব। আমি সকলের সহযোগিতায় ঢাকা ক্রেডিটের মাধ্যমে সেই কাজটিই করতে চাই’ বলেন ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।