ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের কর্মী ঝুমা রিবেরুর বাবার মৃত্যু

ঢাকা ক্রেডিটের কর্মী ঝুমা রিবেরুর বাবার মৃত্যু

0
636

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্রেডিটের সাধনপাড়া সেবাকেন্দ্রের ইনচার্জ ঝুমা রিবেরুর বাবা আন্তনী রিবেরু বার্ধক্যজনিত রোগে ঢাকায় মৃত্যুবরণ করেছেন ২৩ মার্চ রাতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

গাজীপুরের কালীগঞ্জের রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর রাঙ্গামাটিয়া গ্রামের অধিবাসী আন্তনী রিবেরু মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল ও ধার্মীক মানুষ। কর্মজীবনে তিনি দীর্ঘদিন কুয়েতে চাকরি করেছেন।

তাঁর মৃত্যুতে শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।

২৪ মাচ আন্তনী রিবেরুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে।

অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার আন্তনী গমেজ সিএসসি। সেখানে ঢাকা ক্রেডিটের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর সজল যোসেফ গমেজ, চিফ অফিসার জোনাস গমেজ, ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগের ইন-চার্জ স্ট্যানিসলাস সোহেল রোজারিও ও সেক্রেটারিয়েটের ইন-চার্জ তপন থিওটোনিয়াস গমেজ। ঢাকা ক্রেডিটের পক্ষে আন্তনী রিবেরু কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মৃত্যুকালে আন্তনী রিবেরু রেখে গেছেন স্ত্রী জুলিয়ানা রিবেরু, মেয়ে ঝুমা রিবেরু, ছেলে খ্রিষ্টোফার রিবেরু, সুদীপ রিবেরু ও জুলিয়ান রিবেরুসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী।

 প্রসঙ্গত, আন্তনী রিবেরুর পুত্র বধু পাপিয়া রিবেরু ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে কর্মরত।