শিরোনাম :
মন্ডলীর সুন্দর সেবাকর্মী ছিলেন ব্রাদার জন: কার্ডিনাল প্যাট্রিক
শিক্ষাবিদ ব্রাদার জন রোজারিও সিএসসি আর নেই। ১ ফেব্রুয়ারি, বুধবার বাংলাদেশ সময় আনুমানিক বেলা সাড়ে ৩টায় তিনি পৃথিবীর মায়া সাঙ্গ করে অন্তধামে চলে গেছেন।
তাঁর মৃত্যুতে কার্ডিনাল প্যাট্রিক গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া দেশের অন্যান্য বিশপ, যাজক, সিস্টার, ব্রাদারগণও ব্রাদার জনের মৃত্যুতে শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশের খ্রিস্ট মন্ডলীতে শোকের ছায়া নেমে এসেছে।
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর গত তিন মাস ব্রাদার জন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সেখানে গতকাল বেলা সাড়ে ৩টায় তাঁর মৃত্যু হয়।
লক্ষ্মীবাজার হলিক্রস গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিস্টযাগে কার্ডিনাল প্যাট্রিক ব্রাদার জন সম্পর্কে স্মৃতিচারণা করে বলেন, ‘তাঁকে খুব কাছ দেখে দেখার, মেশার ও একসাথে কাজ করার সুযোগ হয়েছিল। একজন সন্যাস হিসেবে, সুপিরিয়র হিসেবে, প্রশাসক হিসেবে তাঁর অনবদ্য দক্ষতা ছিল।
কার্ডিনাল বলেন, তিনি খুব ন্যায়-নিষ্ঠ ও নম্র ছিলেন। তিনি হলিক্রস সংঘের ভেতরে যে ঐক্য, গতি প্রতিষ্ঠা করে গেছেন তাঁর জন্যে বাংলাদেশের হলিক্রস সংঘ অনেক কিছুই পেয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন পালকীয় সেবাকর্মীও ছিলেন। মানুষকে ভাল শিক্ষা দিয়েছেন, মূল্যবোধ শিক্ষা দিয়েছেন। সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের শুরু থেকে কাজ করেছেন। মন্ডলী নিয়ে ভাবনা চিন্তা করেছেন, মন্ডলী কর্তৃপক্ষের সাথে যুক্ত ছিলেন, কাজ করেছেন।
তাঁকে আধ্যাত্মিক মানুষ আখ্যায়িত করে কার্ডিনাল প্যাটিক আরো বলেন, ‘কোনো কষ্টই তাঁকে আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। মন্ডলীর সেবাকর্মের সাথে খুব সুন্দরভাবে একাত্ম ছিলেন। মন্ডলীতে তাঁর অবদান অসামান্য। বাংলাদেশের খ্রিস্টমন্ডলী ও জনগণের জন্যে ব্রাদার জন ঈশ্বরের মহা আশির্বাদ।
ব্রাদার জনের শেষ যাত্রার প্রার্থনায় কার্ডিনাল প্যাট্রিক ছাড়াও বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসিসহ সংঘের অন্যান্য যাজক, ব্রাদার, সিস্টার ও খ্রিস্টভক্ত এবং তাঁর শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
পাঁচ ভাই, চার বোনের মধ্যে ব্রাদার জন ছিলেন সবার বড়। পরিবারে, গ্রামের সবার কাছেই তিনি অত্যন্ত প্রিয় ও আদর্শের মূর্তপ্রতীক ছিলেন।
তাঁর অকাল প্রয়াণে দেশ একজন ভাল শিক্ষাবিদ, বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় একজন ভাল অভিভাবক ও নেতাকে হারালো ॥
আরবি/এসএন/আরপি/২ ফেব্রুয়ারি, ২০১৭