শিরোনাম :
ফাদার চালর্স জে ইয়াং ফাউন্ডেশনের বোর্ড সভা অনুষ্ঠিত
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠান ফাদার চার্লজ জে. ইয়াং ফাউন্ডেশনের বোর্ড সভা অনুষ্ঠিত হয় ক্রেডিটের হল রুমে।
২৫ মার্চ অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি লিটন টমাস রোজারিও, ট্রেজারার আলবার্ট আশিস বিশ্বাস, মেম্বর ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, পাপিয়া রিবেরূ ও ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জন ডমিনিক পিউরীফিকেশন।
সভায় বর্তমানে ফাউন্ডেশনে কী ধরনের কার্যক্রম হচ্ছে তা আলোচনা করা হয়। এছাড়া ভবিষ্যতে কী কাজ করা হবে ও কাজের বিস্তৃতি কী হবে সেইসব বিষয় উল্লেখ করা হয়।
ফাদার চালর্স জে ইয়াং যে স্বপ্ন নিয়ে সমবায় শুরু করেছিলেন, সেই স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফাউন্ডেশন কাজ করছে। বিশেষ করে যুবা এবং সমবায়ীদের উন্নয়ন ও নারী ক্ষমতায়নে কাজ করবে এই ফাউন্ডেশন।
সভায় আজীবন সদস্য পদ লাভ করেছেন ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ
এই ফাউন্ডেশন নিবন্ধন লাভ করে ২০২০ সনের ৭ ডিসেম্বর। অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনের কার্যক্রম হচ্ছে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সমবায়ের ওপর বিশেষ গবেষণা কাজে উদ্যোগীদের উৎসাহিত করা, কারিগরি শিক্ষা তহবিল প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক কাজে সহযোগিতা, সমবায়ে বিশেষ অবদানের জন্য উৎসাহিত করা ও নানা সমাজহিতৈষী কাজে নানাভাবে অবদান রাখা।