শিরোনাম :
ঢাকা ক্রেডিটের অ্যাপে যুক্ত হলো সিউরিটি স্টেটাস
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের অ্যাপ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে যুক্ত হলো নতুন ফিচার সিউরিটি স্টেটাস (জামিন প্রদানকারীদের অবস্থা)। এই ফিচারের মাধ্যমে সমিতির সদস্য জানতে পারছেন তিনি কতজনকে শেয়ার সিউরিটি দিয়েছেন। যাঁদের সিউরিটি দিয়েছেন তাঁদের নাম ও মোবাইল নম্বরসহ তাঁরা সর্বশেষ কবে ঋণ ফেরত দিয়েছেন, কত টাকা ঋণ উত্তোলন করেছিলেন এবং কত টাকা ঋণ পরিশোধ এখনো বাকি আছে এইসব তথ্য জানতে পারছেন।
বিনামূলে ঢাকা ক্রেডিট অ্যাপ সুবিধা নিলে ঢাকা ক্রেডিটের সদস্যরা যাঁদের শেয়ার সিউরিটি দিয়েছেন, তাঁরা যদি নিয়মিত কিস্তি প্রদান না করে থাকেন, সেক্ষেত্রে সহজে অ্যাপের মাধ্যমে জেনে জামিন ডিফলটারদের ঋণ পরিশোধের জন্য তাগাদা দিতে পারবেন।
একই সাথে সমিতির সদস্য ঋণ নেওয়ার সময় যাঁদের নিকট থেকে শেয়ার সিউরিটি নিয়েছেন তাঁদের নাম, মোবাইল, সদস্য নম্বর ও সিউরিটির পরিমাণও পাওয়া যায় এই অ্যাপে লোন ফিচারে (ঋণ ফিচারে)।
এ ছাড়া ঢাকা ক্রেডিটের ডিজিটালাইজেশনের এমএফএস অ্যাপের মাধ্যমে ঢাকা ক্রেডিটের সদস্যরা নিজস্ব সেভিংস একাউন্টগুলোর ব্যালেন্স, ঋণ গণনা, এলপিএস, ঋণের সুদ, স্টেটমেন্ট দেখাসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এ ছাড়াও নিজেদের সেভিন্স একাউন্ট থেকে অন্যদের সেভিন্স একাউন্টে টাকা স্থানান্তর করা যাবে।
আরো রয়েছে ঢাকা ক্রেডিটের চলমান এটিএম বুথে কার্ডবিহীন ওয়ান টাইম কিউআর কোড ব্যবহার করে সহজে ও দ্রুততম সময়ে টাকা উত্তোলন করার সুযোগ।
ঢাকা ক্রেডিট অ্যাপের অন্যান্য সুবিধা:
- একজন সদস্য হোম পেইজে ঢাকা ক্রেডিট অ্যাপের সকল সার্ভিস দেখতে পাবেন এবং চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার্ভিসে প্রবেশ করতে পারবেন।
- নিউজ ফিডের মাধ্যমে ঢাকা ক্রেডিট ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন ক্রেডিট ইউনিয়ন এবং সমবায় অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সংবাদ জানতে পারবেন।
- নোটিফিকেশন-এর মাধ্যমে ঢাকা ক্রেডিট যে সকল নোটিশ এবং ম্যাসেজ প্রদান করে, তা স¤পর্কে অবগত হতে পারবেন।
- কন্ট্যাকটস-এর মাধ্যমে ঢাকা ক্রেডিটের সকল সার্ভিস সেন্টারের ঠিকানা জানতে পারবেন। শুধু তাই নয়, ‘কল নাও’ বাটনে ক্লিক করার মাধ্যমে সরাসরি চাহিদা অনুযায়ী সেবাকেন্দ্রে কল করতে পারবেন।
- সেভিংস প্রোডাক্টে ক্লিক করার মাধ্যমে ঢাকা ক্রেডিটের সকল সেভিংস প্রোডাক্ট স¤পর্কে বিস্তারিত জানতে পারবেন।
- এ্যাকাউন্টস-এর মাধ্যমে ব্যক্তিগত এ্যাকাউন্ট-এর আর্থিক তথ্যসহ অন্যান্য তথ্য জানতে পারবেন। এ ছাড়াও আপনি আপনার গৃহীত ঋণের ইন্টারেস্ট ক্যালকুলেশনও করতে পারবেন।
- লোন প্রোডাক্টে ক্লিক করার মাধ্যমে ঢাকা ক্রেডিটের সকল লোন প্রোডাক্ট স¤পর্কে বিস্তারিত জানতে পারবেন।
- প্রোজেক্টস’ বাটনে ক্লিক করে ঢাকা ক্রেডিটের সকল প্রোজেক্ট স¤পর্কে জানতে পারবেন।
- জরুরি অবস্থায় এ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ‘ইমার্জেন্সি’ বাটনে ক্লিক করার মাধ্যমে সরাসরি ঢাকা ক্রেডিটের জরুরি নম্বরে কল করতে পারবেন।
এমএফএস অ্যাপ পেতে করণীয়
গুগল প্লেস্টোরে গিয়ে ঢাকা ক্রেডিট লিখে সার্চ দিন। অ্যাপটি স্ক্রীনে আসলে ইনস্টল বাটনে ক্লিক করুন। এরপর ঢাকা ক্রেডিটে ব্যবহৃত মোবাইল নাম্বারটি এন্ট্রি করে অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিন।
ঢাকা ক্রেডিটের ডিজিটালইজেশনে প্রবেশ করুন, সেবা নিন র্নিবিঘ্ন ও দ্রুত সময়ে।
বিস্তারিত জানতে কল করুন: ০১৭০৯৮১৫৪০০