শিরোনাম :
দেশের খ্যাতিমান নারী এ্যাথলেট ডলি আর নেই
আজ ভোর ৪টায়, ঢাকার ৪৭/এ, পূর্বতেজতুরী বাজারের নিজ বাসভবনে ষাট থেকে সত্তুর দশকের দেশের খ্যাতিমান মহিলা এ্যাথলেট ডলি ক্যাথরিন ডি’ ক্রুশ পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর।
ষাট থেকে আশির দশক পর্যন্ত তিনি দূর্দান্ত প্রতাপশালী একজন এ্যাথলেট হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশে পরিচিত ছিলেন। বিশেষভাবে তিনি একজন সাইক্লিস্ট এবং সাতারু হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। বিভিন্ন সময়ে তিনি জাতীয় পর্যায়ে এবং বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার অর্জন করেছেন। তিনি ৫০টিরও বেশি স্বর্ণপদক লাভ করেন। আদমজী জুটমিলে তিনি চাকুরী করতেন এবং সেখান থেকেই জাতীয় পর্যায়ের একজন ক্রিড়াবিদ হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন।
আমৃত্যু অবিবাহিত মিস ডলি ক্রুশ ধানমন্ডীর সুলতানা কামাল ক্রিড়া কমপ্লেক্স’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের ক্রিড়া ও মহিলা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার পিতা ছিলেন স্বর্গীয় জন ক্রুশ এবং মাতা মারিয়া ক্রুশ। তিনি একজন দেশপ্রেমিক ছিলেন। ১৯৭১ সালের ২৭ মার্চ ঢাকার ফার্মগেটে পাকিস্তানি আর্মিদের সামনেই পাকিস্তানের পতাকা পদ দলিত করে পুড়িয়ে দিয়েছিলেন। যার ফলে তিনি পাকিস্তান সরকারের রোষানলেও পরেছিলেন।
মিস ডলি ক্রুশের মৃত্যুতে বাংলাদশে খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। ক্রিড়াঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁরা তাঁর আত্মার কল্যাণ কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তাঁর মৃত্যুর সংবাদ শুনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয় লিঃ, ঢাকা এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়াসহ ক্রিড়াঙ্গণ ও সমাজে শুভাকাক্সক্ষীরা তাঁর বাসভবনে ছুটে আসেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল ৪টায় তেজগাঁও হলি রোজারি চার্চে অন্ত্যেষ্টিক্রিয়ার শেষে তাঁকে কবরস্থ করা হয়। এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ, এসোসিয়েশনের সভাপতি রোজারিও, সেক্রেটারি জেনারেল কোড়াইয়াসহ আরো অসংখ্য ক্রিড়া সংগঠন এবং জনগণ উপস্থিত থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে পূর্বে ধানমন্ডীর সুলতানা কামাল ক্রিড়া কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়॥
আরবি/এসএন/আরপি/ ৪ ফেব্রুয়ারি, ২০১৭