শিরোনাম :
করোনা মহামারীতে সমবায় বাজার হতে পারে আপনার নিরাপদ বন্ধু
ডিসিনিউজ ।। ঢাকা
করোনাভাইরাস এখন একটি বিভীষিকার নাম! সব স্থানই বর্তমানে কারোনাভাইরাসের কারণে অনিরাপদ। অদৃশ্য এই ভাইরাস ঘুরে বেড়াচ্ছে আপনার আশেপাশেই।
যে যতটা সচেতন, সে-ই কিছুটা নিরাপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলাই শুধু একমাত্র উপায়। তাই নির্দেশনানুসারে যথাসম্ভব কোলাহল এরিয়ে চলা, মাস্ক ব্যবহার করা, সর্বোপরি ঘরের বাইরে না যাওয়াই শ্রেয়।
কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটাও প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে পরম নিরাপদ বন্ধুর দায়িত্ব পালন করছে ডিসি সমবায় বাজার।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাজার করার নিয়শ্চয়তা দিয়েছে এই বাজার। একই বাজারে রয়েছে সকল পণ্যের সমাহার। বাজারে প্রবেশের সময় জীবাণুমুক্তকরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতারা বাজার করতে পারছেন। সকাল ৯টা থেকে বিকাল আড়াই পর্যন্ত ক্রেতাদের জন্য বাজার খোলা রয়েছে।
সবচেয়ে বড় সুবিধা দিয়েছে এই বাজার, তাহলো ঘরে বসেই আপনি আপনার পণ্য অর্ডার করতে পারবেন সমবায় বাজার অ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে। আপনার অর্ডার দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঠিকানায় পণ্য পৌঁছে যাবে।
অন্যান্য সুপারশপের মতো নেই কোনো হিডেন চার্জ এবং দামেও কম।
করোনা মহামারীর এই সময়ে সকলের পাশে থাকতে সমবায় বাজার দিয়েছে আরো একটি বিশেষ সুযোগ। অ্যাপের মাধ্যমে অর্ডার করলেই পাওয়া যাবে ৩ শতাংশ ডিসকাউন্ট।
কারোনা মহামারীর এই দুর্যোগে নিরাপদ কেনাকাটা ও আর্থিক সুবিধা প্রদানে ক্রেতারাও সন্তোষ প্রকাশ করছেন।
করোনা ঝুঁকি এরাতে আপনিও অ্যাপটি ডাউনলোড করে আপনার প্রয়োজনীয় পণ্য অর্ডার দিতে পারেন অথবা ফোন কল দিয়েও ডেলিভারি পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত পণ্য। ফোন করুন: 01753227352, 01709993061 নম্বরে।