ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাকালীন সদস্য রুবেন গমেজ আর নেই

ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাকালীন সদস্য রুবেন গমেজ আর নেই

0
2145

ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাকালীন সদস্য ও প্রাক্তন উন্নয়ন কর্মী রুবেন গমেজ আর নেই। তিনি আজ সকাল ১১টায় রাজধানীর ইমপালস হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
ঢাকা ক্রেডিট যে ৫০ জন সদস্য নিয়ে শুরু হয়েছিল, তাঁদের মধ্যে তিনিও একজন। তাঁর সদস্য নম্বর ২৯।
পেশা জীবনে তিনি কারিতাস বাংলাদেশে প্রাক্তন কল্যাণ পরিচালক ও খুলনার আঞ্চলিক পরিচালক হিসেবে সেবা দিয়েছেন। তিনি মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী খ্রিষ্টীনা রেনু গমেজ, তিন ছেলে সেন্ট খ্রিষ্টীনা চার্চের পাল-পুরোহিত ফাদার ডেভিড শ্যামল গমেজ, জুলিয়ান গমেজ, জর্জ গমেজ ও মেয়ে সিনথিয়া গমেজ।
ফাদার ডেভিড শ্যামল গমেজ ডিসিনিউজকে জানান, তাঁর বাবা ইমপালস হাসপাতালে সকাল ১১টায় মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে বিগত দশদিন প্রথমে গ্রীণ লাইফ হাসপাতাল, পরে ইমপালস হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আজ বিকাল ৫:৩০ মিনিটে তাঁর বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান তেজগাঁও গির্জায় অনুষ্ঠিত হবে।
রুবেন গমেজের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আমরা ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাকালীন সদস্য রুবেন গমেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি। তাঁর আত্মার চির শান্তি কামনা করি। তাঁর শোকার্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। তাঁর মৃত্যু আমাদের সমাজের জন্য অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হবার নয়।’