শিরোনাম :
নাগরী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সুনীল যোসেফ রোজারিও
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রের অফিসার অর্পিতা মারীয়া রোজারিওর বাবা সুনীল যোসেফ রোজারিও (৭১) চির নিদ্রায় শায়িত হলেন নাগরী গির্জার কবরস্থানে।
৩০ এপ্রিল দুপুরে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন তাঁর ছেলে ফাদার আশিস রোজারিও। এই সময় উপস্থিত ছিলেন তাঁর স্বজন ও ঢাকা ক্রেডিটের কয়েকজন কর্মী।
ঢাকা ক্রেডিটের পক্ষে সুনীল যোসেফ রোজারিওর কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শীরেন সিলভেষ্টার গমেজ, চিফ অফিসার জোনাস গমেজ ও জেনারেল বিভাগের সিনিয়র অফিসার-ইনচার্জ বিনয় কস্তা। তাঁরা উপস্থিত থেকে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মৃত সুনীল যোসেফ রোজারিওর আত্মার কল্যাণে প্রার্থনা করেন।
এর আগে গতকাল ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া সুনীল যোসেফ রোজারিওর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তাঁর আত্মার চির শান্তি কামনা করেন ।
২৯ এপ্রিল সন্ধ্যা সাতটায় বার্ধক্যজনিত রোগে মিরপুরের বাসা থেকে একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।
পেশায় অর্থপেডিক টেকনিশিয়ান সুনীল যোসেফ রোজারিও পেশা জীবনে মালুমঘাট হাসপাতাল, বারডেম হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন।
তিনি গাজীপুরের কালীগঞ্জের নাগরীর দক্ষীণ পানজোরার অধিবাসী ও মৃত স্মৃতি রোজারিওর স্বামী। মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই ছেলে হলিক্রস ফাদার আশিস রোজারিও ও অসীম লরেন্স রোজারিও, এক মেয়ে অর্পিতা মারীয়া রোজারিওসহ অসংখ্যা আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী।