ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বিকাশের মাধ্যমে টাকা জমা ও কিস্তি প্রদান সংক্রান্ত পুনঃবিজ্ঞপ্তি

বিকাশের মাধ্যমে টাকা জমা ও কিস্তি প্রদান সংক্রান্ত পুনঃবিজ্ঞপ্তি

0
473

এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, ঘরে বসে অতি সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে ঢাকা ক্রেডিটে টাকা জমা ও ঋণের কিস্তি প্রদানের সুবিধার্থে বিকাশ সেবা চালু করা হয়েছে , যা আগামী ০১ জুন, ২০২১ খ্রিষ্টাব্দ হতে কার্যকর হবে। সদস্যগণ নিম্নলিখিত বিকাশ নাম্বারটি ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন।

ঢাকা ক্রেডিট কালেকশন বিকাশ নাম্বারটি হলঃ ০১৭০৯৮১৫৪০৩

বিকাশে টাকা পাঠানোর পদ্ধতি:

ধাপ ১. *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।

ধাপ ২. Payment বেছে নিতে ‘4’ লিখে সেন্ড করুন।

ধাপ ৩. Dhaka Credit থেকে প্রাপ্ত বিকাশ নম্বর লিখুন (০১৭০৯৮১৫৪০৩)।

ধাপ ৪. (Enter Amount) জমা ও কিস্তির টাকার পরিমাণ লিখুন।

ধাপ ৫. (Enter Reference)  আপনার ঢাকা ক্রেডিটের হিসাব নাম্বার লিখুন।

ধাপ ৬. (Enter Counter No) ‘1’  টাইপ করে পরের ধাপে যান।

ধাপ ৭.  (Enter Menu PIN to Confirm) আপনার বিকাশের পিন নম্বর টাইপ করে ‘সেন্ড’ করুন এবং টাকা প্রেরণের এসএমএসটি সংরক্ষণ করুন।

উল্লেখ্য, টাকা প্রেরণের সময় প্রতি হাজারে ১৫ টাকা বা ১.৫% হারে চার্জ প্রদান করতে হবে এবং প্রেরিত টাকা কোন অবস্থাতে ২১ টাকার কম হবে না। একই সাথে প্রেরিত টাকা হতে চার্জ কর্তনের পর অবশিষ্ট টাকা সদস্যের হিসাবে জমা হবে। একই সাথে টাকা প্রদানের পর উপরোল্লিখিত বিকাশ নম্বরে অফিস সময়সূচির মধ্যে জমার খাত উল্লেখপূর্বক এসএমএস প্রদান করার বিনীত অনুরোধ করছি।

উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ সেবাকেন্দ্রে যোগাযোগ করুন।

সমবায়ী শুভেচ্ছান্তে,

ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া

সেক্রেটারি

দি সিসিসিইউ লিঃ, ঢাকা।