ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট গ্রীণ হেরাল্ড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের...

গ্রীণ হেরাল্ড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষার্থীরা

0
743

ডিসিনিউজ ॥ ঢাকা

 রাজধানীর নামকরা ইংরেজী মিডিয়াম স্কুল ‘সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে’ ভর্তির সুযোগ পাচ্ছে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষার্থীরা।

তাঁদেরই একজন স্মারক রায় (৫)। কর্মজীবী বাবা-মায়ের সন্তান স্মারক ২০১৯ খ্রিষ্টাব্দে ঢাকা ক্রেডিট পরিচালিত ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ভর্তি হয়। এ বছর সে মিশনারি স্কুল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কেজিতে  ভর্তির সুযোগ পায়। স্মারকের মা সেজুতি রায় ডিসিনিউজকে বলেন, ‘আমার ছেলে যখন প্রথম ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে ভর্তি হয় তখন সে কিছুই পারতো না। খুব চঞ্চল ছিল। ডিসি চাইল্ড কেয়ার থেকে টিচারদের নিকট থেকে অনেক কিছু শিখেছে। গ্রীণ হেরাল্ড ভর্তি পরীক্ষার জন্য সে ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছে।’

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষার্থী অর্পণ সাহা (৫) গত বছর গ্রীণ হেরাল্ডে ভর্তির সুযোগ পায়। তাঁর মা কমীজীবী নারী অশ্রু রাণী সাহা ডিসিনিউজকে বলেন, ‘আমার ছেলেকে আড়াই বছর থেকে ডিসি চাইল্ড কেয়ার শিক্ষার জন্য দেই। আমি নিজে কিছুই শেখাই নাই, চাকরি করার জন্য সন্তানকে তেমন সময় দিতে পারি না। ওকে সব শিখিয়েছেন ডিসি চাইল্ড কেয়ারের শিক্ষিকাগণ। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। তাঁদের মমতা ও ভালোবাসায়ই আমার ছেলে ভালোভাবে শিখতে পেরেছে এবং পরবর্তীতে ভালো স্কুলে পড়ার সুযোগ পেয়েছে।’

এছাড়াও ২০১৯ খ্রিষ্টাব্দে জয়ীতা জোসেফ ও সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কে জি তে ভর্তির সুযোগ পায়।

২০১৭ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু হওয়া পরিচালিত ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারটি সিঙ্গাপুর থেকে প্রশিক্ষণ পাওয়া শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ডালিয়া ম্যাগডেলিন রড্রিগস  ডিসিনিউজকে জানান,  তাঁদের চাইল্ড কেয়ার থেকে পড়াশোনা করে স্মারক রায় ,অর্পণ সাহা ও জয়ীতা জোসেফ এর মতো আরও অনেক শিশুই বিভিন্ন সুনামধন্য স্কুলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তির্ণ হয়ে ভর্তির সুযোগ পাচ্ছে।

কর্মজীবী বাবা-মাদের আদরের সন্তানদের নিরাপদ স্থান ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে প্রি-ক্যামব্রীজ শিক্ষা হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। প্রতিদিন এসেসমেন্ট-এর মাধ্যমে শিশুদের মেধা  ও মননের পরিমাপ করা হয়। তদুপরি বছরে দুই বার শিশুদের সার্বিক উন্নতি নিয়ে অভিবাবকদের সাথে বিশেষ মিটিং করা হয়।এখানে ১৮ মাস থেকে ৬ বছরের শিশুদের রাখার ব্যবস্থা আছে। শিশুদের সুবিধার জন্য অর্ধদিবস ও পূর্ণদিবস- দুটি প্রোগ্রম চালু আছে। এছাড়াও রয়েছে প্রি-স্কুলিয়ের সুবিধা। করোনাকালেও যেন শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে এ জন্য নিয়মিত অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার।  বর্তমানে নতুন শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হচ্ছে।

 যোগাযোগ: ৮৮/৫, মনিপুড়িপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, মো: ০১৭০৯৮১৫৪৮৪, ০৯৬৭৮৭৭১২৭০-২২৩১

মাধ্যমে