ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা ক্রেডিটের কর্মী ক্লারার বাবা জর্জ প্রসাদ হালদার আর নেই

ঢাকা ক্রেডিটের কর্মী ক্লারার বাবা জর্জ প্রসাদ হালদার আর নেই

0
2081

ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের আইসটি বিভাগের কর্মী ক্লারা হালদারের বাবা জর্জ প্রসাদ হালদার আর নেই।
তিনি ১৪ মে বিকাল তিনটায় ব্রেন স্টোক করে ঢাকার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
কর্ম জীবনে জর্জ প্রসাদ হালদার ওয়ার্ল্ড ঐিশন ও চার্চ অব দ্যা ন্যাজ্যারীনে চাকরি করেছেন।
সহজ সরল এই মানুষটি গত দুই বছর আগে অবসর গ্রহণ করে হাসনাবাদ ধর্মপল্লীতে বসবাস করছিলেন। তাঁর জন্ম গোপালগঞ্জের বড়ুয়া বাড়িতে।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী রমা ফ্লোরা হালদার, তিন মেয়ে: সুমি ক্যাথরিন হালদার, লিজা মার্গেট হালদার ও ক্লারা হালদার।
১৫ মে সকাল এগারটায় হাসনাবাদ গির্জায় তাঁর মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং হাসনাবাদ ধর্মপল্লীর কবরস্থানে কবরস্থ করা হয়।
জর্জ প্রসাদ হালদারের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিও হেমন্ত কোড়াইয়া।