ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কারিতাস বাংলাদেশের নতুন চেয়ারম্যান বিশপ রমেন বৈরাগী, নতুন নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও

কারিতাস বাংলাদেশের নতুন চেয়ারম্যান বিশপ রমেন বৈরাগী, নতুন নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও

0
2437

ডিসিনিউজ ।। ঢাকা

কারিতাস বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনার বিশপ জেমস্ রমেন বৈরাগী এবং নতুন নির্বাহী পরিচালক হলেন সেবাষ্টিয়ান রোজারিও। সেবাষ্টিয়ান রোজারিও এর আগে একই প্রতিষ্ঠানের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গতকাল শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়।

নবনিযুক্ত চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের দায়িত্বপ্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ।

খ্রিষ্টানদের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া কারিতাস বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান জেমস্ রমেন বৈরাগী ও নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিওকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা বলেন, ‘কারিতাস বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান বিশপ রমেন বৈরাগী এবং নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিওকে অভিনন্দন জানাই নতুন দায়িত্ব পাওয়ার জন্য। সেই সাথে তাদের জন্য শুভ কামনা করি, তারা যেন নিজ নিজ দায়িত্ব সুন্দর ও সফলভাবে পালন করতে পারেন। ঈশ্বর তাঁদের মঙ্গলাশিস দান করুন।’