শিরোনাম :
ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের সদস্যদের কৌশলগত পরিকল্পনার ওপর প্রশিক্ষণ
ডিসিনিউজ || ঢাকা
ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের সদস্যগণ আজ কৌশলগত পরিকল্পনার ওপর প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ দিয়েছেন কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ও কারিতাস বাংলাদেশের প্রাক্তন নির্বাহী পরিচালক ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও।
প্রশিক্ষণে তিনি কৌশলগত পরিকল্পনা কী, কেন, কৌশলগত পরিকল্পনায় কি কি বিষয় লেখা থাকে, প্রথম ধাপে কী কাজ করতে হয়, কৌশলগত পরিকল্পনা থাকার সুবিধা কি কি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন।
২১ মে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা আনুষ্ঠানিকভাবে পাঁচদিন ব্যাপি ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্সের শুভ উদ্বোধন করেন সমিতির বোর্ড রুমে। এই কোর্সের একটি অংশ ছিল পরিকল্পনার ওপর প্রশিক্ষণ।
উল্লেখ্য, ঢাকা ক্রেডিট দেশের সর্ববৃহত ক্রেডিট ইউনিয়ন। অন্যান্য সমিতিগুলো ঢাকা ক্রেডিটকে রোল মডেল হিসেবে গণ্য করে। ঢাকা ক্রেডিটে বর্তমানে ছয় শতেরও বেশি কর্মী রয়েছেন। নিয়মিতভাবে ঢাকা ক্রেডিট কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে। এর পাশাপাশি ২২ জনের কার্যকারী পরিচালনা পর্ষদ রয়েছে। ঢাকা ক্রেডিটকে বেগবান ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সময়ে ২২জন কর্মকর্তাদের জন্যও দেশ-বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তারই একটি অংশ হলো ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্স।