ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ১৪ জানুয়ারী ২০২৫
বাংলা : ১ মাঘ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার-এর প্রার্থনা ও আলোচনা সভা

এমপ্লয়ীজ ওয়েলফেয়ার-এর প্রার্থনা ও আলোচনা সভা

0
486

ডিসিনিউজ ॥ ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটি লি: করোনা মহামারি প্রাদুর্ভাবের কারণে মৃতদের কল্যাণ কামনা এবং এ মহামারি থেকে মুক্তি পেতে ভার্চুয়ালী প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করে আজ। এতে অংশ নেন এমপ্লয়ীজ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ।

 প্রথম পর্বে প্রার্থনা পরিচালনা করেন সোসাইটির সেক্রেটারি প্রদীপ এল দাস। পবিত্র বাইবেল পাঠ করেন সোসাইটির ম্যানেজার রিটন গমেজ। গান পরিচালনা করেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান মিতা পালমা। প্রায় সকলে উদ্দেশ্য প্রার্থনায় অংশ নেন। তাঁরা প্রার্থনা করেন বাংলাদেশসহ পৃথিবী থেকে যেন করোনা মহামারি দূর হয়। যাঁরা করোনায় মারা গেছেন তাঁদের আত্মার কল্যাণে প্রার্থনা করা হয়। করোনায় আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়েছেন তার জন্যও ধন্যবাদ জানানো হয়। প্রার্থনা সভায় সমাপনী প্রার্থনা করেন ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।

পরে সোসাইটির চেয়ারম্যান স্বপন রোজারিও-এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান ও উপদেষ্টা সোহেল রোজারিও, উপদেষ্টা কাজল লরেন্স রোজারিও, প্রাক্তন সেক্রেটারি ও উপদেষ্টা প্রবীন পিউরীফিকেশন, উপদেষ্টা লিপি রোজারিও, শ্যামলী কস্তা প্রমুখ।

অংশগ্রহণকারীগণ এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।