ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও কানাডা প্রবাসীর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান

খ্রীষ্টান এসোসিয়েশন ও কানাডা প্রবাসীর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান

0
468

ডিসিনিউজ ॥ ঢাকা

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৫০টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিরতণ করা হয়েছে।

২৯ মে সদরঘাট ব্যাপ্টিষ্ট চার্চ প্রাঙ্গণে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন লক্ষ্মীবাজার শাখা ও কানাডা প্রবাসী নূর-এ আলম শাহীনের আর্থিক সহযোগিতায় এইসব খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে বিরতণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বিশেষ অতিথি এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া ও যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা।

ত্রাণের প্রতিটি প্যাকেটে সাড়ে ১৯ কেজি খাদ্য সামগ্রীর মধ্যে ছিল মোট চাউল, ডাল, তেল ও চিনি। ত্রাণ পেয়ে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন লক্ষ্মীবাজার শাখা ও কানাডা প্রবাসী নূর-এ আলম শাহীনের প্রতিকৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপকার ভোগীরা।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খ্রীষ্টান এসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন লক্ষ্মীবাজার শাখার সেক্রেটারি ভিক্টর রে, সহ-সাধারণ সম্পাদক প্রণয় জন রিবেরু, ট্রেজারার বিকাশ পলিনুস কোড়াইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রেবেকা পলিনা গমেজ, মহিলা বষিয়ক সম্পাদক রীনা রায় ও মনোনীন সদস্য গীতিকা ঘাগ্রা।