ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ভিডিও সমবায়ে নেতৃত্ব দিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই: নির্মল রোজারিও

সমবায়ে নেতৃত্ব দিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই: নির্মল রোজারিও

0
355

ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে ডিরেক্টরস্ কম্পিটেন্সি কোর্সের সমাপ্তি হয়েছে ২৯ মে। সমিতির বোর্ড রুমে ২১, ২২,২৬, ২৮ ও ২৯ মে অনুষ্ঠিত এই কোর্সের আয়োজন করে ঢাকা ক্রেডিট এবং ব্যবস্থাপনায় ছিল দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব)। প্রশিক্ষণের বিষয় ছিল ক্রেডিট ইউনিয়ন ইন দ্যা মার্কেটপ্লেস, আর্থিক ব্যবস্থাপনা ও বিশ্লেষণ, পরিচালকদের দায়িত্ব-কর্তব্য, ক্রেডিট ইউনিয়নের প্রোডাক্ট ও সার্ভিস, কৌশলগত পরিকল্পনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, আইনগত প্রেক্ষিতে পরিচালকদের দায়িত্ব, ঋণ ব্যবস্থাপনা, উত্তম সমবায়ের সুশাসন, পরিচালকদের মূল্যায়ন ও অগ্রগতি। প্রশিক্ষণ প্রদান করেন কালবের চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জোনাস ঢাকী, কালবের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. আবদুল মান্নান, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও ও হাসনাবাদ ক্রেডিটের প্রাক্তন চেয়ারম্যান সেলেষ্টিন রোজারিও।