শিরোনাম :
ধরেন্ডা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজ ॥ ঢাকা
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (ধরেন্ডা ক্রেডিট)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ অর্থ বছর ছিল ২০১৯-২০২০।
৪ জুন ধরেন্ডা গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ। প্রধান অতিথি ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত আলবার্ট রোজারিও। বিশেষ অতিথি ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ধরেন্ডা ক্রেডিটের উপদেষ্টা প্রভাত ডি’রোজারিও, দিলীপ পিউস রোজারিও, বিলাস বি. গমেজ, প্রতাপ আগষ্টিন গমেজ, জ্যোতি গমেজ, তপন টমাস রোজারিও প্রমুখ।
সমিতির প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ তাঁর স্বাগত বক্তব্যে সমিতির বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। সমিতির ঋণ খেলাপি রোধে সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রয়াত সেক্রেটারি নয়ন গিলবার্ট রোজারিওকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। যিনি গত বছর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি.কস্তা, সাভার থানার ওসি (ইনটেলিজেন্স) মাকারিয়াস দাস, খ্রীষ্টান এসোসিয়েশনের লক্ষ্মীবাজার শাখার সেক্রেটারি ভিক্টর রেসহ আরও অনেকে।
ফাদার লিউ জে. সালিভ্যান সিএসসির মাধ্যমে ১৯৬০ সনে প্রতিষ্ঠিত এই সমিতির সদস্য ৩২৯৯ জন। সাভারের মধ্যে সেরা এই সমিতির মূলধন রয়েছে ৮৬ কোটি টাকার বেশি।