শিরোনাম :
ঢাকা ক্রেডিট ও মটসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিট ও পলিটেকনিক ইনস্টিটিউট মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুলের (মটস) মধ্যে সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয়।
১০ জুন বিকাল সাড়ে ৫টায় এক সংক্ষিপ্ত আলোচনা শেষে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও মটসে’র পরিচালক ডমিনিক দিলু পিরিছ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিওসহ ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ এবং উর্ধ্বতন কর্মীগণ।
আলোচনায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘ঢাকা ক্রেডিট সব সময়ই চায় উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক কাজে অংশ নিতে। এই সমিতি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। কারিতাসের প্রতিষ্ঠান মটস-ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণ দিয়ে উন্নয়নের উদ্দেশেই কাজ করছে। তাই আমরা দুই প্রতিষ্ঠান সহযোগী হয়ে কাজ করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। কারিগরি শিক্ষার মাধ্যমেই দেশের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের সমাজের যারা পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অস্বচ্ছল তাদের জন্য ঋণ ব্যবস্থাপনা করে মটস-এর মাধ্যমে প্রশিক্ষিত করাই আমাদের লক্ষ্য। এতে করে যে পড়াশোন করবে, সেও মটস-এ পড়াশোনা করার একটি আর্থিক ছাড় পাবে। আশা করছি আমারা দুই প্রতিষ্ঠান মিলে দীর্ঘকাল এই অংশিদারিত্বমূলক সহযোগিতায় থাকবো।’
মটস্’র পরিচালক ডমিনিক দিলু পিরিছ বলেন, ‘আমাদের অনেক আগে থেকেই ক্রেডিট ইউনিয়নের সাথে সহযোগী হয়ে কাজ করার পরিকল্পনা ছিল। আজ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তা বাস্তবায়ন হতে যাচ্ছে। শুধু চুক্তির মধ্যে উল্লেখিত বিষয় নয়, এর বাহিরেও মটস-এর সাথে ঢাকা ক্রেডিটের কাজ করার আরও সুযোগ রয়েছে। ঢাকা ক্রেডিট ও মটস্ দীর্ঘ সময় এই কার্যক্রম চালিয়ে নিবে এই বিশ্বাস করি।’
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘ঢাকা ক্রেডিট সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে। মটসও জীবনমান উন্নয়ন করতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার কাজ করছে। মটস ও ঢাকা ক্রেডিট একযোগে কাজ করলে সমাজের আরো বেশি উন্নয়ন সম্ভব হবে বলে আশা করি।’
এ ছাড়া এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, মটসে’র ট্রেনিং এন্ড এডুকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার এএইচএবি সিদ্দিক, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেমস্ প্রদীপ বিশ্বাস। ধন্যবাদ বক্তব্য রাখেন ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
মটস তিন ও চার বছর মেয়াদি কোর্স প্রদান করে থাকে। চার বছর মেয়াদি কোর্সের মধ্যে রয়েছে অটোমোবাইল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং। এই কোর্সগুলোতে এসএসসি পাস যে-কেউ ভর্তি হতে পারেন।
তিন বছর মেয়াদি মেশিনিস্ট কোর্সের মধ্যে রয়েছে লেদ, মিলিং, ড্রিলিং, গ্রাইন্ডিং, ্িসএনসি (লেদ, মিলিং) ও অন্যান্য মেশিনের যন্ত্রাংশ তৈরি, মেশিন রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং ও সীট মেটাল কাজের প্রশিক্ষণ এবং উৎপাদন কাজের বাস্তব প্রশিক্ষণ।
তিন বছর মেয়াদি অটোমোবাইল কোর্সে অন্তর্ভুক্ত আছে অটোমোবাইল ও কৃষিকাজে ব্যবহৃত ইঞ্জিন, যন্ত্রপাতি সংযোজন, মেরামত ও রক্ষণাবেক্ষণ, ওয়েল্ডিং ও সীট মেটাল কাজের প্রশিক্ষণ এবং উৎপাদন কাজের বাস্তব প্রশিক্ষণ। এই কোর্স করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৮ম শ্রেণি পাস।