শিরোনাম :
শ্রদ্ধা ভরে ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক মানিক গোমেজ’কে স্মরণ
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিট শ্রদ্ধা ভরে স্মরণ করছে সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজকে।
২০১৭ সালের ২৩ জুন তিনি প্রাণত্যাগ করেছিলেন। এই বছর তাঁর ৪র্থতম মৃত্যুবার্ষিকী।
তাঁর মৃত্যুবার্ষিকীতে ঢাকা ক্রেডিটের সদস্য, কর্মী ও কর্মকর্তাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা এবং সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া।
অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজ বরিশালের পাদ্রিশিবপুর ধর্মপল্লীর মাটিভাঙ্গা গ্রামে ১৯৪২ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। পরে সেন্ট আলফ্রেড হাইস্কুলে, নটর ডেম কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে তিনি সত্তর দশকে ঢাকার নটর ডেম কলেজে বাংলা বিভাগে শিক্ষকতার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। হয়ে ওঠেন সবার প্রিয় মানিক স্যার। নটর ডেম কলেজে তিনি ছিলেন প্রথম খ্রিষ্টান শিক্ষক।
পর্যায়ক্রমে তিনি ঢাকা ওয়াইএমসিএ, ঢাকা ক্রেডিট, খ্রিষ্টান হাউজিং সোসাইটি, রাজনৈতিক প্লাটফর্মসহ বিভিন্ন সংঘ-সমিতিতে ওতোপ্রতোভাবে জড়িত হয়ে কাজ করেন।
৮৭ থেকে ৮৯ এই তিন বছর তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও।
অধ্যাপনার পাশাপাশিও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি একাধারে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও প্রেসিডেন্ট, ঢাকা হাউজিং সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট ছিলেন।
বঙ্গবন্ধুর অত্যন্ত আস্থাভাজন গাব্রিয়েল মানিক গমেজ ১৯৭১ সালের, ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে পবিত্র বাইবেল পাঠ করেছিলেন।