শিরোনাম :
আন্তর্জাতিকমানের ডিসি চাইল্ড কেয়ার শুরুর প্রস্তুতি সম্পন্ন
প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিকমানের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার শুরু করতে যাচ্ছে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা (ঢাকা ক্রেডিট)।
ঢাকায় জাতীয় সংসদভবনের বিপরীত পাশে মনিপুরিপাড়ায় মনোরম পরিবেশে ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেছে চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার। সিঙ্গাপুরে বেশ কয়েকটি আন্তর্জাতিকমানের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের কর্ণধার ডেভিড লী ওয়াং-এর কনসালটেন্সীর মাধ্যমে এবং প্রশিক্ষিত শিক্ষয়িত্রীদের দ্বারা ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার পরিচালিত হতে চলেছে। এই সেন্টারে ঘরোয়া পরিবেশে শিশুদের বেড়ে ওঠা এবং ক্যাম্ব্রিজ পাঠ্যক্রমের মাধ্যমে পড়াশোনার ভিত্তি তৈরি করে দেওয়ার প্রত্যয়ে ঢাকা ক্রেডিট এই মহতী উদ্যোগ হাতে নিয়েছে।
৬ ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল সাড়ে ৫টায় কনসালটেন্ট ডেভিড লী, শিক্ষয়িত্রীগণ ও সেন্টারে ভর্তিকৃত শিশুদের অভিভাবকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কনসালটেন্ট লী চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের বিভিন্ন কার্যক্রম, শিশুদের বেড়ে ওঠা, যত্ন নেওয়ার পরিবেশ এবং পড়াশোনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং সাধারণ ডে-কেয়ারের সাথে এই সেন্টারের পার্থক্য বিশ্লেষন করেন।‘সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘরোয়া পরিবেশে এবং সম্পূর্ণ নিরাপত্তাসহ শিশুদের থাকা, খাওয়া, লেখাপড়া ও দিবানিদ্রার ব্যবস্থা থাকবে। এখানে শিশুরা বিভিন্ন শিক্ষামূলক খেলাধুলা, নিজের চিন্তা-চেতনার সাথে বাস্তবতার তুলনামূলক শিক্ষা গ্রহণ করতে পারবে এবং পরিস্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আনন্দপূর্ণ দিন যাপন করবে,’ বলেন ডেভিড লী।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ বলেন, যেসব শিশুর পিতামাতা পেশাগত কর্মজীবী, তাদের শিশুদের এই সেন্টারে সকালবেলা রেখে সন্ধ্যার সময় নিয়ে যেতে পারবে। বাসায় তাদের বাড়তি কোনো পড়াশোনার প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তিনি। নিরাপদ পরিবেশে মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব হয়ে বেড়ে উঠতে প্রতিটা শিশুর জন্য ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার বদ্ধ পরিকর থাকবে বলেও তিনি উল্লেখ করেন। সেই লক্ষেই এই সেন্টারে নিয়োগপ্রাপ্ত শিক্ষয়িত্রীদের সিঙ্গাপুরের পেশাগত চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি, ২০১৭ থেকে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় শিশু ও মহিলাবিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেন্টার উদ্বোধন করার সদয় সন্মতি প্রকাশ করেছেন।
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার ধর্ম-বর্ণ-গোত্র সবার জন্য উন্মুক্ত।
আরবি/আরপি/ ৬ ফেব্রুয়ারি, ২০১৭