শিরোনাম :
নারায়নগঞ্জ জুস কারখানায় আগুনে নিহত ৫২, শোক প্রকাশ সুধীজনের
ডিসিনিউজ
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানায় ভয়াবহ আগুন লাগে। রাতে ভবন থেকে লাফিয়ে পড়ে তিন জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া আজ শুক্রবার ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করেছে।
র্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, কারাখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত জানতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তাদের তদন্ত প্রতিবেদনে যদি কারো গাফিলতি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিস ৪৯টি লাশ উদ্ধার করে। ফলে এ ঘটনায় মোট ৫২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
তিনি জানান, শুক্রবার যেসব লাশ উদ্ধার হয়েছে তার প্রায় সবই এমনভাবে দগ্ধ যে সেগুলি আত্মীয়রা দেখে চিনতে পারছেন না। তাই এই মৃতদেহগুলি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে ডিএনএ টেষ্টের জন্য। ডিএনএ টেষ্টের মাধ্যমে এ লাশগুলি সনাক্ত করে আত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের আত্মার চিরশান্তি কামনা করেছেন দেশের বৃহত্তম সমবায় সমিতি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। সেই সাথে ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানেরও আহ্বান জানান।
আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। তিনি নিহতদের আত্মার কল্যাণ প্রার্থনাসহ এ ধরনের ঘটনার পুনরাবৃতি যেন না হয়, সেই জন্য সকললে সচেতন থাকতে আহ্বান করেন।
অপর দিকে অগ্নিকান্ডের ঘটনা তদন্ত করে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।